অবতার সিং (জুডোকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অবতার সিং
Avtar Singh
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-04-03) ৩ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২)
গুরুদাসপুর, Punjab, India
উচ্চতা১.৯৪ মিটার (৬.৪ ফু)[১]
ওজন৯০ কিলোগ্রাম (২০০ পা)[১]
ক্রীড়া
ক্রীড়াJudo
বিভাগMen's 90 kilograms
পদকের তথ্য
Men's Judo
 India-এর প্রতিনিধিত্বকারী
South Asian Games
স্বর্ণ পদক - প্রথম স্থান 2016 Guwahati 90 kg
31 May 2016 তারিখে হালনাগাদকৃত

অভতার সিং (জন্ম: ৩ এপ্রিল ১৯৯২) একজন ভারতীয় জুডোকা, যিনি ব্রাজিলের রি দি জেনেরিও শহরে অনুষ্ঠিত ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্যতা অর্জন করেছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

অভতার সিং ১৯৯২ সালের ৩ এপ্রিল ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন।[১] তিনি তার পরিবারের সাথে কোথে ঘুরালা গ্রামে তার পিতার ফার্মে প্রাথমিক জীবন অতিবাহিত করেন।[২] সিং বর্তমানে পাঞ্জাব পুলিশ বিভাগে সহকারী সাব ইন্সপেক্টর হিসাবে কর্মরত আছেন।[৩]

জুডো[সম্পাদনা]

অবতার সিং স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২০১৪ কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন। তিনি পুরুষদের মিডলওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬ জনের পর্বে স্কটল্যান্ডের রৌপ্য পদক বিজয়ী ম্যাথিউ পার্সির নিকট পরাজিত হন।[১]

ভারতীয় ফেডারেশনের সাথে সমস্যার ও আর্থিক সংকটের কারণে সিং ২০১৫ থেকে ২০১৬ সালে মাত্র ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। ২০১৬ তুরস্কে গ্রান্ড প্রিক্স ইভেন্টে অংশগ্রহণে, তুরস্ক সফরের বিমান টিকেটের টাকা জন্য তার পিতা মাতা তাদের লাইফ সেভিংয়ের টাকা দেন।[২] ২০১৬ দক্ষিণ এশীয় গেমসে তিনি ৯০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।[৪] সেখানে তিনি নেপালের সঞ্জয় রানা ও বাংলাদেশের জাহাঙ্গীর আলমকে পরাজিত করে ফাইনালে উঠেন এবং ফাইনালে ৪৯ সেকেন্ড সময় নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ কাকরকে পরাজিত করে স্বর্ণ পদক জিতেন।[৫] ২০১৬ সালের এপ্রিলে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে সিং ইরানি জুডোকা সায়েদ মোরারিকে পরাজিত করে সেমিফাইনালে উঠেন কিন্তু সেমিফাইনালে চীনা জুডোকা জিংজাও জেনের নিকট পরাজিত হন এবং স্কোরে পঞ্চম স্থান অর্জন করেন।[২][৬][৭][৮]

২০১৬ বিশ্ব র্যাঙ্কিংয়ে অবতার সিং ২০০ থেকে ৭৯ এ উঠে আসে, যা তার জন্য যথেষ্ট ছিল ২০১৬ রিও অলিম্পিকে পুরুষদের ৯০ কেজি বিভাগে এশিয়া মহাদেশের কোঠা পাওয়ার জন্য।

রিও অলিম্পিক ২০১৬ ছিল অবতার সিংয়ের প্রথম অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা, যাতে তিনি শরণার্থী অলিম্পিক জুডোকা পোপল মাইসেঙ্গার নিকট ৯০ কেজি বিভাগের প্রথম রাউন্ডেই পরাজিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Avtar Singh Biography"। Official website of the Glasgow 2014 Commonwealth Games। ৩১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  2. Judge, Shahid (১৯ মে ২০১৬)। "Where others doubted Avtar Singh backs himself, wins Rio Olympics 2016 judo quota"The Indian Express। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  3. Kamal, Kamaljit Singh (১৯ মে ২০১৬)। "Gurdaspur judoka Avtar makes it to Rio Olympics 2016"Hindustan Times। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  4. "South Asian Games: Indian judokas target 10 gold medals"DNA India। ১৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  5. "SAG Pakistan, India share judo golds at South Asian Games on final day"। Press Information Bureau Government of India Ministry of Youth Affairs and Sports। ১৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  6. "Two Indian Judokas in race for Rio qualification"Times of India। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  7. "Asian Championships Tashkent"judoinside.com। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 
  8. Kar, Tanjur। "Rio Olympics 2016: Avtar Singh books Olympic berth in Judo"। sportskeeda। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬