মাচেত্রিরা রাজু পুভাম্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম. আর. পুভাম্মা
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1990-06-05) ৫ জুন ১৯৯০ (বয়স ৩৩)
গনিকপ্পাল, কডাগু, কর্ণাটক, ভারত
উচ্চতা১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
ওজন৫৯ কিলোগ্রাম (১৩০ পা)
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াট্রাক এন্ড ফিল্ড
বিভাগদৌড়বীর
ক্লাবওএনজিসি
প্রশিক্ষকএন. রমেশ
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা৪০০ মি: ৫১.৭৫ (লখনৌ ২০১৩)
পদকের তথ্য
মহিলাদের অ্যাথলেটিক্‌স
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৪ ইনছন ৪×৪০০ মি রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৪ ইনছন ৪০০ মি
এশিয়ান চ্যাম্পিয়ানশীপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৩ পুণে ৪×৪০০ মি রিলে
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৯, দোহা ৪০০ মি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৩ পুণে ৪০০মি
কমনওয়েলথ ইয়ুথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ পুণে ৪×৪০০ মি রিলে
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৩ পুণে ৪০০মি

মাচেত্রিরা রাজু পুভাম্মা (জন্মঃ ৫ জুন ১৯৯০) হলেন একজন ভারতীয় মহিলা দৌড়বিদ। তিনি ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।[১] তিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে এশিয়ায় পুভাম্মার স্থান হল দ্বিতীয়। ক্রীড়াবিদ হিসাবে উল্লেখ্যযোগ্য অবদানের জন্য তিনি ২০১৫ সালে অর্জুন পুরস্কার অর্জন করেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

পুভাম্মা ১৯৯০ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন।[২] তিনি এম জি রাজু এবং জাজি'র কন্যাসন্তান। তিনি ম্যাঙ্গালোর থেকে প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।[৩] এরপর তিনি ম্যাঙ্গালোর এর এস.ডি.এম কলেজ অফ বিজনেস ম্যানেজমেন্ট থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক হন।[৪]

উল্লেখযোগ্য ঘটনাসমূহ[সম্পাদনা]

প্রতিযোগিতার নথিবদ্ধ বিবরন[সম্পাদনা]

বছর প্রতিযোগিতা ঘটনাস্থল স্থান ঘটনা নোট
প্রতিনিধিত্ব  ভারত
২০০৬ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ানশিপ বেইজিং, চীন সপ্তম (h) ৪০০ মি ৫৬.৩৯
২০০৭ বিশ্ব ইয়ুথ চ্যাম্পিয়ানশিপ অস্ত্রাভা, চেক প্রজাতন্ত্র সপ্তম ৪০০ মি ৫৫.৪৯
২০০৮ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ানশিপ Bydgoszcz, পোল্যন্ড অষ্টম (h) ৪০০ মি ৫৭.৯৪
কমনওয়েলথ ইয়ুথ গেমস পুণে, ভারত দ্বিতীয় ৪০০ মি ৫৫.১৭
প্রথম ৪x৪০০ মি রিলে ৩:৪২.০২
২০১৩ ২০১৩ এশিয়ান চ্যাম্পিয়ানশিপ পুণে, ভারত দ্বিতীয় ৪০০ মি ৫৩.৩৭
প্রথম ৪x৪০০ মি রিলে ৩:৩২.২৬
২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ মস্কো, রাশিয়া পঞ্চম (h) ৪x৪০০ মি রিলে ৩:৩৮.৮১
২০১৪ এশিয়ান গেমস ইনছন, দক্ষিণ কোরিয়া ত্ররতীয় ৪০০ মি ৫২.৩৬
প্রথম ৪x৪০০ মি রিলে ৩:২৮.৬৮
২০১৫ ২০১৫ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ বেইজিং, চীন চতুর্থদশ (h) ৪×৪০০ মি রিলে ৩:২৯.০৮
২০১৯ ২০১৯ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দোহা, কাতার তৃতীয় ৪০০ মি ৫৩.২১

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Poovamma, India's newest quarter-miler"। The Indian Express। ২০১৩-০৪-২৫। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "M. R. Poovamma profile"। Yahoo। 
  3. "Poovamma - Youngest Indian athlete in Beijing"Mangalorean। 2 Swptember 2008। ১৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 14 August 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. "Confident Poovamma eyes more glory"Daily Pioneer। ৪ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]