চিংলেনসানা সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিংলেনসানা সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কাঙ্গুজম চিংলেনসানা সিং
জন্ম (1991-12-02) ২ ডিসেম্বর ১৯৯১ (বয়স ৩২)
মণিপুর, ভারতবর্ষ
উচ্চতা ১৬৭ সেমি (৫ ফু ৬ ইঞ্চি)
মাঠে অবস্থান হাফব্যাক
সিনিয়র কর্মজীবন
বছর দল ম্যাচ (গোল)
-বর্তমান পশ্চিম রেলওয়ে
২০১৩–২০১৪ মুম্বাই ম্যাজিশিয়ান ২২ (১)
২০১৫ –বর্তমান দাবাং মুম্বাই (২)
জাতীয় দল
২০১১ –বর্তমান ভারত ৮৪ (৪)
পদক রেকর্ড
পুরুষদের ফিল্ড হকি
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
হকি ওয়ার্ল্ড লীগ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৫ রায়পুর
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৪ ইনছন দল
কমনওয়েলথ গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৪ গ্লাসগো দল
এশিয়া কাপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৩ ইপো দল
তথ্যছক সর্বশেষ আপডেট: ৭ ডিসেম্বর ২০১৫

চিংলেনসানা সিং (জন্ম: ২ ডিসেম্বর ১৯৯১) হলেন একজন ভারতীয় হকি খেলোয়াড়, যাকে হাফব্যাক হিসাবে খেলতে দেখা যায়। ভারতীয় দলে তার আত্মপ্রকাশ ঘটে ২০১২ সালে এবং তিনি হকি ইন্ডিয়া লীগে মুম্বাই দাবাং দলের খেলোয়াড় হিসাবে খেলে থাকেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২০১১ সালে চীনের ওরদস শহরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে চিংলেনসানা সিং অতিরিক্ত খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। দুই খেলোয়াড় না খেলতে পারায় তার স্থান হয় মূল একাদশে, কিন্তু দুর্ভাগ্যবশত পাসপোর্ট প্রস্তুত না থাকার জন্য এই সুযোগের সৎব্যবহার করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে নি। অবশেষে, তার অভিষেক ঘটে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ প্রতিযোগিতায়।"New Face New Force: Chinglensana Singh"stick2hockey.com। ৯ জানুয়ারি ২০১৩। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ </ref> ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে দ্বিতীয় স্থানাধিকারি এবং ২০১৪ সালে বিশ্বকাপ হকিতে নবম স্থানাধিকারি ভারতীয় দলে তিনি অংশগ্রহণ করেছিলেন। সিং একই বছর ইনছনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী ভারতীয় হকি দলের প্রতিনিধিত্ব করেন।[২]

হকি ইন্ডিয়া লীগ[সম্পাদনা]

হকি ইন্ডিয়া লীগের উদ্বোধনী মরশুমে মুম্বাই ম্যাজিশিয়ান দলের জন্য $ 22,000 দিয়ে সিংকে নিলামে ক্রয় করা হয়েছিল। সেপ্টেম্বর ২০১৪ সালে লীগ থেকে নিজেদের নাম প্রত্যাহারের কথা ঘোষণার আগে প্রথম এবং দ্বিতীয় উভয় পর্বে মুম্বাই ম্যাজিশিয়ান পঞ্চম স্থান অধিকার করে।[৩] এই দুই মরশুমে সিং একটি করে গোল করেন। ২০১৫ মরশুমে মুম্বাই ম্যাজিশিয়ান দলের নাম প্রত্যাহারের পরে সিং নতুন দল মুম্বাই দাবাং-এর হয়ে হকি ইন্ডিয়া লীগে অংশগ্রহণ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of players sold at Hockey India League auction"NDTV। ১৭ ডিসেম্বর ২০১২। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Railway Sports Persons Bagged 12 Medals at Asian Games-2014 Held in South Korea"Press Information Bureau। ৮ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. "Mumbai Magicians pull out of HIL; two new teams may be drafted in"The Indian Express। ৪ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. "HIL 2015: Windfall for Tom Boon as Dabang Mumbai splurges"The Hindu। ১৬ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]