আলাপ:তিলপাড়া ব্যারেজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় শুভেন্দু,

ব্যারেজটির নাম 'টিলপাড়া' নয়, 'তিলপাড়া'। আমার মনে হয় আপনি ইংরেজি থেকে অনুবাদ করতে গিয়ে এই ভুলটি করেছেন। কারণ বাংলা 'ট' ও 'ত' দুইই ইংরেজিতে লেখার সময়ে 'T' ব্যবহৃত হয়ে থাকে। তাই বলে বাংলায় 'ত'কে 'ট' লেখার কোনও যুক্তি নেই, তাই না? আমি সেই কারণে এই নিবন্ধটিকে অবিলম্বে 'তিলপাড়া ব্যারেজ' নামে স্থানান্তরিত করা দরকার বলে মনে করছি। এ' বিষয়ে কোনও বক্তব্য থাকলে অনুগ্রহ করে এখানে আলোচনা করুন। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। শুভেচ্ছা জানবেন। -- Arindam Maitra (আলাপ) ১৭:২৫, ৯ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]