কছুন্দী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কছুন্দী
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলামাগুরা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৫৫১
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কছুন্দী ইউনিয়ন বাংলাদেশর খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

কছুন্দী ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- ঢাকা মহাসড়কের ০১ কিলোমিটার পূর্ব দিকে পারনান্দুয়ালী স্কুলের সামনে ০৩নং কছুন্দী ইউনিয়ন পরিষদটি অবস্থিত।এই ইউনিয়নের আয়তন ০৪.৫০ বর্গ কিলোমিটার।[১]

ইতিহাস[সম্পাদনা]

ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ১৯২৭ মোতাবেক বাংলা ১৩৩৪ সন।

প্রশাসনিক বিন্যাস[সম্পাদনা]

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ১০,৫৫১ জন। কছুন্দী ইউনিয়নে মৌজার সংখ্যা- ০৬ টি এবং মোট গ্রাম সংখ্যা ১০ টি। গ্রামের নাম সমূহঃ-

ক্রমিক গ্রামের নাম ওয়ার্ড নম্বর ডাকঘর
বেলনগর ১ নং ওয়ার্ড বেলনগর
রামনগর ২ নং ওয়ার্ড রামনগর
আড়পাড়া ৩ নং ওয়ার্ড আড়পাড়া
কছুন্দী ৪ নং ওয়ার্ড কছুন্দী
উলিনগর ৫ নং ওয়ার্ড উলিনগর
খর্দ্দকছুন্দী ৬ নং ওয়ার্ড খর্দ্দকছুন্দী
দুর্গাপুর ৭ নং ওয়ার্ড দুর্গাপুর
কৃষ্ণপুর ৭ নং ওয়ার্ড কৃষ্ণপুর
কালিনগর ৭ নং ওয়ার্ড কালিনগর
১০ শৈলডুবি ৮ নং ওয়ার্ড শৈলডুবি

শিক্ষা[সম্পাদনা]

২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার- ৫৩.১৪%।

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৬টি
  • উচ্চ বিদ্যালয়: ৩টি
  • মাদ্রাসা: ৩টি
  • গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান: ১টি

যোগাযোগ[সম্পাদনা]

জেলা সদর ও উপজেলা সদরের ঢাকা-ফরিদপুর মহাসড়কের মধ্যবর্তী স্থানে কছুন্দী ইউনিয়ন অবস্থিত। ঢাকার সহিত সরাসরি বাস সার্ভিস চালু আছে। মাগুরা সদর উপজেলা থেকে বাস, টেম্পু, ভ্যান, অটো রিক্সা, সিএসজি যোগে কছুন্দী ইউনিয়নের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু আছে।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  1. ব্যাক হ্যাচারী

আরও দেখুন[সম্পাদনা]

  1. মাগুরা সদর উপজেলা
  2. মাগুরা জেলা
  3. খুলনা বিভাগ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে কছুন্দী ইউনিয়ন পরিষদ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]