শওকত জঙ্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শওকতজঙ্গ
পূর্ণিয়ার নায়েব নাযিম
রাজত্ব১৭৫৬ – ১৭৫৬
পূর্বসূরিসৈয়দ আহমদ খান সওলত জং
উত্তরসূরিমোহনলাল
পিতাসৈয়দ আহমদ খান সওলত জং
মাতামায়মুনা বেগম
ধর্মইসলাম

শওকতজঙ্গ (মৃত্যুঃ ১৬ অক্টোবর ১৭৫৬) ছিলেন পূর্ণিয়ার নায়েব নাযিম এবং বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রতিদ্বন্দ্বী। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের ভ্রাতুষ্পুত্র সৈয়দ আহমদ খান সওলত জং[১] এর পুত্র।

জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]

শওকতজঙ্গ ছিলেন বাংলার নবাব আলীবর্দী খান- এর নাতি এবং সিরাজউদ্দৌলার খুড়তুতো ভাই। আলীবর্দী খানের ছিল তিন কন্যা। তিন কন্যাকেই তিনি নিজের বড়ভাই "হাজি আহমদ"- এর তিন পুত্র, নোয়াজেশ মোহাম্মদের সাথে বড় মেয়ে ঘসেটি বেগমের, সৈয়দ আহমদ খান সওলত জং[১] সাথে মেজো মেয়ে মায়মুনা বেগমের এবং জয়েনউদ্দিন আহম্মদের সাথে ছোট মেয়ে আমেনা বেগমের বিয়ে দেন। তিনি ছিলেন আলীবর্দী খানের মেজ মেয়ে মায়মুনা বেগমের সন্তান।[২] তার জন্মতারিখ বা সাল সম্পর্কে বিশদ জানা যায় না।

কর্মজীবন[সম্পাদনা]

পিতা সৈয়দ আহমদ খান সওলত জং[১]-এর মৃত্যুর পর ১৭৫৬ খ্রিষ্টাব্দের ২৭ মার্চ তিনি পূ্র্ণিয়ার নায়েব নাযিম নিযুক্ত হন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]