নাচোল ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৪৪′০৮″ উত্তর ৮৮°২৫′৪৯″ পূর্ব / ২৪.৭৩৫৬৩১° উত্তর ৮৮.৪৩০৩৫৪° পূর্ব / 24.735631; 88.430354
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাচোল
ইউনিয়ন
নাচোল বাংলাদেশ-এ অবস্থিত
নাচোল
নাচোল
বাংলাদেশে নাচোল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′০৮″ উত্তর ৮৮°২৫′৪৯″ পূর্ব / ২৪.৭৩৫৬৩১° উত্তর ৮৮.৪৩০৩৫৪° পূর্ব / 24.735631; 88.430354
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলানাচোল উপজেলা
সরকার
 • ধরনইউনিয়ন পরিষদ
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৪,৮৩২
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৩১০
ওয়েবসাইটনাচোল তথ্য বাতায়ন

নাচোল ইউনিয়ন বা ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ নাচোল উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

নাচোল ইউনিয়ন এর আয়তন ১২০৫ বর্গহেক্টর। এবং লোকসংখ্যা ৩৪৮৩২ জন (প্রায়)।[২]

শিক্ষা[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট শিক্ষার হার – ৪৯%।[৩] এই ইউনিয়নের মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৮টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৭টি ও মাদ্রাসা- ০৬টি।

প্রশাসনিক ব্যবস্থা[সম্পাদনা]

নাচোল ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন কাল ১৬ অক্টোবর ২০১০। এখানকার গ্রামের সংখ্যা ৪৪ টি এবং মৌজার সংখ্যা ৩৮ টি।

গ্রামসমূহ হলো-

  • ভূজইল
  • দুলাহার
  • নাসিরাবাদ
  • আব্দালপুর
  • গুচ্ছগ্রাম
  • মুর্শিদা
  • সমসপুর
  • ফুলহারা
  • মির্জাপুর
  • লক্ষণপুর
  • মাক্তাপুর
  • হুলাসপুর
  • আজিপুর
  • কন্যানগর
  • ভেরেন্ডী
  • বেনীপুর
  • রহনপুরা
  • খেসবা
  • ঘিওন
  • বাঘরাইল
  • মোহাম্মদপুর
  • রাজবাড়ী
  • দরবেশপুর
  • সুর্যপুর
  • হাঁকরইল
  • বাজে হাঁকরইল
  • গুঠইল
  • সাতকান্দ্রি
  • আন্ধরইল
  • গোপালপুর
  • ভাতসা

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

মোঃ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ২০১১ সালের আদমশুমারি
  3. ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী