অলিম্পিকে জার্মানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিম্পিক গেমসে জার্মানি

জার্মানির জাতীয় পতাকা
আইওসি কোড  GER
এনওসি জার্মান অলিম্পিক ক্রীড়া কনফেডারেশন
ওয়েবসাইটwww.dosb.de (জার্মান) (ইংরেজি) (ফরাসি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 জার্মানির সমন্বিত দল (১৯৫৬–১৯৬৪)
 পশ্চিম জার্মানি (১৯৬৮–১৯৮৮)
 পূর্ব জার্মানি (১৯৬৮–১৯৮৮)
 সার (১৯৫২)

জার্মানি ১৮৯৬ সালে অনুষ্ঠিত আধুনিক অলিম্পিক গেমসের শুরু থেকেই অংশগ্রহণ করে আসছে। জার্মানি ৩টি গেমস আয়োজনের সুযোগ পেয়েছে, যার মধ্যে ১৯৩৬ সালের শীতকালীন ও গ্রীষ্মকালীন উভয় এবং ১৯৭২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক। এছাড়া জার্মানির ১৯১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক ও ১৯৪০ শীতকালীন অলিম্পিক আয়োজনের কথা ছিল কিন্তু তা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাতিল হয়।

জার্মানির ক্রীড়াবিদগন ২০১৪ শীতকালীন গেমস পর্যন্ত শীতকালীন অলিম্পিকে ২০৯টি পদক জিতেছে, তারমধ্যে সবচেয়ে বেশি পদক জিতেছে বায়াথলনে এবং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ৫৭৩টি পদক জিতেছে, সর্বাধিক পদক বিজয়ী ক্রীড়া হল ঘোড়দৌড়।

পদক তালিকা [সম্পাদনা]

আরও দেখুন [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]

  • "Germany"। International Olympic Committee। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners"। International Olympic Committee। 
  • "Germany"। Sports-Reference.com। ১৬ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬