বেইজিং দক্ষিণ রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেইজিং দক্ষিণ রেলস্টেশন
অন্যান্য নামবেইজিং দক্ষিণ
অবস্থান চীন
লাইন
প্ল্যাটফর্ম২৪ টি (১১ টি দ্বীপ ও ২ টি পার্শ প্লাটফর্ম)
অবস্থান
মানচিত্র

বেইজিং দক্ষিণ রেলওয়ে স্টেশন বেইজিং এর সবচেয়ে বড় রেল স্টেশন।এটি নতুন ভাবে চালু হয় ২০০৮ সালে। এর আগে পুরনো স্টেশনটি ১৮৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চালু ছিল। এই স্টেশনটি বেইজিং এর কেন্দ্র থেকে ৮ কিমি দূরে অবস্থিত।এই স্টেশন থেকে বেইজিংথিয়েনচিন শহরে উচ্চগতির রেলপথ চলেগেছে। এই স্টেশন থেকে সাংহাই , থিয়েনচিন শহরে উচ্চগতির ট্রেন চলাচল করে।

তথ্যসূত্র[সম্পাদনা]