মাম্পস টিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাম্পস টিকা
টিকার বিবরণ
লক্ষ্য ব্যাধিMumps
প্রকারক্ষুদ্র টিকা
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য
মেডলাইনপ্লাসa601176
এটিসি কোড
শনাক্তকারী
কেমস্পাইডার
  • NA ☒না

মাম্পস টিকা নিরাপদে প্রতিরোধ মাম্পস। যখন অনেক বড় আকারে দেওয়া হয় তখন জনসাধারাণ পর্যায়ে তা জটিলতা কমায়।[১] ৯০% জনসাধারাণের মধ্যে টিকাদান করলে ৮৫% কার্যকারী হয়।[২] দীর্ঘমেয়াদী প্রতিরোধে দুই ডোজ গ্রহণ করা জরুরী। প্রাথমিক ডোজ ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রদানের সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় ডোজ সাধারণত ২ থেকে ৬ বছর বয়সের মধ্যে দিতে হবে।[১] ব্যবহারের পর ঐগুলির অনাক্রম্য প্রকাশ উপকারী হতে পারে।[৩]

নিরাপত্তা[সম্পাদনা]

মাম্পস টিকা অত্যন্ত নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত মৃদু।[১][৩] ইনজেকশনের জায়গায় সামান্য ব্যাথা হতে পারে এবং ফুলে যেতে পারে এবং হালকা জ্বর হতে পারে। উল্লেখ করার মত পার্শ্বপ্রতিক্রিয়া সামান্য।[১] স্নায়বিক প্রতিক্রিয়ায় জটিলতা সৃষ্টিতে উল্লেখ করার মত যথেষ্ট প্রমাণ নেই।[৩] গর্ভাবস্থায় অথবা ইমিউনোসাপ্রেসন্স অবস্থায় এই টিকা দেওয়া উচিত নয়। [১] গর্ভাবস্থায় যেসব মায়েরা টিকা নিয়েছে সেসব শিশুদের খারাপ ফলাফলের হার নথিভুক্ত করা হয়নি।[১][৩] যদিও টিকাটি মুরগীর কোষে তৈরি হয়, যাদের ডিমে এলার্জি আছে তাদেরকেও টিকাটি দেওয়া যাবে।[৩]

ব্যবহার[সম্পাদনা]

অধিকাংশ উন্নত বিশ্বের এবং উন্নয়নশীল বিশ্বের অনেক দেশে মাম্পস টিকা এবং রুবেলা টিকার সংমিশ্রণ একত্রে এমএমআর নামে পরিচিত। [১] জলবসন্ত টিকা আগের তিন ফর্মুলেশনের সাথে একত্রে এমএমআরভি নামে পাওয়া যায়।[৩] ২০০৫ সালে ১১০টি দেশে এই কারণে টিকাটি সরবরাহ করা হয়। যেসব এলাকায় ব্যাপক ভিত্তিতে টিকাদান কর্মসূচি নেয়া হয়েছিল, সেখানে ৯০% এর বেশি রোগটি হ্রাস পায়। অর্ধেক বিলিয়নের বেশি এই টিকাটি প্রদান করা হয়েছে।[১]

ইতিহাস, সমাজ এবং সংস্কৃতি[সম্পাদনা]

১৯৪৮ সালে মাম্পস টিকা প্রথম অনুমোদন দেয়া হয়; তবে শুধুই অল্প সময়ের জন্য এর কার্যকারিতা ছিল। [৩] ১৯৬০ সাল থেকে বাণিজ্যিক ভাবে উন্নত টিকা পাওয়া যেতে থাকে। যখন প্রথম টিকাটি নিষ্ক্রিয় হয়ে যায় তখন পরবর্তী প্রিপারেশনটি জীবিত ভাইরাসকে দুর্বল করে।[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবশ্যিক ঔষধপত্রের তালিকায়, একটি মৌলিক স্বাস্থ্য ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ প্রয়োজন।[৪] ২০০৭ সাল থেকে বিভিন্ন ধরনের টিকা ব্যবহ্বত হয়ে আসছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mumps virus vaccines." (পিডিএফ)Weekly epidemiological record82 (7): 49–60। ১৬ ফেব্রু ২০০৭। পিএমআইডি 17304707 
  2. Hviid A, Rubin S, Mühlemann K (মার্চ ২০০৮)। "Mumps"। The Lancet371 (9616): 932–44। ডিওআই:10.1016/S0140-6736(08)60419-5পিএমআইডি 18342688 
  3. Atkinson, William (মে ২০১২)। Mumps Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases (12 সংস্করণ)। Public Health Foundation। পৃষ্ঠা Chapter 14। আইএসবিএন 9780983263135 
  4. "WHO Model List of EssentialMedicines" (পিডিএফ)World Health Organization। অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৪