মারিয়া তেরেসা ক্যাস্তিলো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়া তেরেসা ক্যাস্তিলো
María Teresa Castillo
Black and white portrait of a woman in white background
২০১২ সালে ক্যাস্তিলো
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০৮-১০-১৫)১৫ অক্টোবর ১৯০৮
চুয়া, মিরান্দা, ভেনিজুয়েলা
মৃত্যু২২ জুন ২০১২(2012-06-22) (বয়স ১০৩)
ভেনিজুয়েলা
সমাধিস্থলভেনিজুয়েলা
নাগরিকত্বভেনিজুয়েলীয়
জাতীয়তাভেনিজুয়েলীয়
দাম্পত্য সঙ্গীমিগুয়েল ওতেরো সিলভা (বি. ১৯৪৬২০১২)
সন্তান
  • মিগুয়েল হেনরিক ওতেরো
  • মারিয়ানা
প্রাক্তন শিক্ষার্থীভেনেজুয়েলা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
পেশা

মারিয়া তেরেসা ক্যাস্তিলো (স্পেনীয়: María Teresa Castillo) অক্টোবর ১৫, ১৯০৮ – জুন ২২, ২০১২) ছিলেন একজন ভেনেজুয়েলীয় সাংবাদিক, রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, এবং সাংস্কৃতিক উদ্যোক্তা। তিনি কারাকাস বিজ্ঞানভবনের প্রতিষ্ঠাতা ছিলেন, একটি নেতৃস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা কারাকাসের কলা প্রচার করে থাকে।[১] এছাড়াও তিনি ১৯৫৮ সাল থেকে ২০১২ সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত কারাকাস বিজ্ঞানভবনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১] ক্যাস্টিলো, মানবাধিকারের একজন প্রবক্তা, এছাড়াও ১৯৭৮ সালে ভেনিজুয়েলার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চ্যাপ্টার গঠনে প্রধান ভূমিকা পালন করেন।[১]

জীবনী[সম্পাদনা]

মারিয়া তেরেসা ক্যাস্তিলো অক্টোবর ১৫, ১৯০৮ সালে ভেনিজুয়েলার মিরান্দা রাজ্যের চুয়া এস্টেটে, "বার্গে" বলা হয়, জন্ম নেন।[১] তিনি ভেনেজুয়েলা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন।[১] ক্যাস্টিলো, ১৯৪৬ সালে, ভেনেজুয়েলার সাংবাদিক, মিগুয়েল ওতেরো সিলভাকে বিয়ে করেন।[১] তাদের দুইটি সন্তান, মিগুয়েল হেনরিক ওতেরো, যিনি এল নাসিওনাল পত্রিকার বর্তমান সম্পাদক, এবং মারিয়ানা।[১][২]

১৯৮৯ সালে, তিনি জাতীয় আইনসভার সাবেক নিম্নকক্ষ ভেনিজুয়েলার ডেপুটি চেম্বার নির্বাচিত হন।[১] একজন ডেপুটি হিসেবে, ক্যাস্টিলো সংস্কৃতি চেম্বার স্থায়ী কমিশনের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১] এছাড়াও তিনি সে আমলে আঞ্চলিক উন্নয়ন চেম্বার কমিটির একজন সদস্য ছিলেন।[১]

মারিয়া তেরেসা ক্যাস্তিলো জুন ২২, ২০১২ সালে ১০৩ বছর বয়সে কারাকাসে মৃত্যু বরণ করেন।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Roche Rodríguez, Michelle (২০১২-০৬-২২)। "María Teresa Castillo: 103 años dedicados al progreso de Venezuela"El Nacional (Caracas)। সংগ্রহের তারিখ ২০১২-০৬-২২ 
  2. Durand, Irelis (২০১২-০৬-২২)। "Manifestaciones de pesar por el fallecimiento de María Teresa Castillo"El Nacional (Caracas)। ২০১২-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]