এসে এহা ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এস এজা ভাষা থেকে পুনর্নির্দেশিত)
এস’এজা
তিয়াতিনাগুয়া
দেশোদ্ভববলিভিয়া, পেরু
অঞ্চলবেনি
জাতিএস এজা জনগোষ্ঠী
মাতৃভাষী
৭০০ (2007)[১]
তাকানান
  • এস’এজা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩ese
গ্লোটোলগesee1248[২]

এস এজা (এস’এহা, এস’এক্সা, এস এক্সা) বলিভিয়াপেরুর একটি তাকানান ভাষা। এছাড়াও এটি তাতিনাওয়া ভাষা নামে পরিচিত। এস এজা জনগোষ্ঠীর সকল বয়সের লোকেরাই এ ভাষায় কথা বলে থাকেন। গুয়াকানাওয়া (গুয়ারেও/হুয়ারেও), বাগুয়াজা, ইকোজা এবং সম্ভাব্য বিলুপ্ত চামা, চাঞ্চো, হুয়ানেয়ো, কিনাকি ও মোহিনো এ ভাষার উপ-ভাষা।

ব্যবহার[সম্পাদনা]

এস এজা বলিভিয়ার লা পাজ বেনিপান্দো এলাকার বেনি এবং মাদ্রে দ্য ডায়োস নদী তীরবর্তী এলাকায় প্রচলিত। এছাড়াও পেরুর মাদ্রে দ্য ডায়োসপুনো অঞ্চলে এ ভাষার প্রচলন রয়েছে।

২০০৯ সালে আলেক্সিয়াদেস এন্ড পেলুসো'র তথ্য মোতাবেক পেরু ও বলিভিয়া বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রায় ১,৫০০জন এস এজা ভাষা ব্যবহার করে থাকেন। তন্মধ্যে বলিভীয় অংশে ব্যবহৃত এস এজা দুই ধারায় বিভক্ত হয়েছে। রাইবেরাল্তা অঞ্চলে কুইজাতি এবং রুরেনাবাকু অঞ্চলে হেপাহুয়াতাহে ব্যবহার করা হয়। অন্যদিকে ক্রেভেলস এন্ড মাইস্কেন ২০০৯ সালের এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, চার বছর বা তদূর্ধ্ব বয়সী এস এজাভাষী লোকদের সংখ্যা ৫১৮জন। তাস্বত্ত্বেও ভাষাটি সমূহ বিলুপ্তির দিকে অগ্রসর হচ্ছে। পেরুতেও ভাষাটি গুরুতর পর্যায়ে রয়েছে যাতে ৮৪০জন লোকের জাতিগোষ্ঠী কথা বলে থাকেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এথ্‌নোলগে এস’এজা (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Ese Ejja"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • Alexiades, Miguel N. (1999). Ethnobotany of the Ese 'eja: Plants, health, and change in an Amazonian society. PhD thesis, City University of New York.
  • Alexiades, Miguel N. and Daniela M. Peluso (2009). Plants 'of the ancestors' plants 'of the outsiders': History, migration and medicinal plants Among the Ese Eja (Bolivia, Peru). In: M. Alexiades (ed.) Mobility and Migration in Indigenous Amazonia: Ethnoecological Contemporary Perspectives , 220-248. Oxford: Berghahn.
  • Crevels, Mily and Muysken, Pieter (2009). Bolivia languages: presentation and history. In: Mily Crevels and Pieter Muysken (eds.) Language of Bolivia, Andean Range Volume I 13-26. La Paz: Plural editors.
  • Vuillermet, Marine (2012). That Ejja. In: Mily Crevels and Pieter Muysken (eds.) Language of Bolivia, volume II Amazon , 71-114. La Paz: Plural editors.

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:পেরুর ভাষা টেমপ্লেট:পানো-তাকানা ভাষাসমূহ