মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়

স্থানাঙ্ক: ২২°২৯′৫৭″ উত্তর ৮৯°৩৫′৪৩″ পূর্ব / ২২.৪৯৯০৪১১° উত্তর ৮৯.৫৯৫৪১১৯° পূর্ব / 22.4990411; 89.5954119
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়
অবস্থান
মানচিত্র

৯৩৫১

বাংলাদেশ
স্থানাঙ্ক২২°২৯′৫৭″ উত্তর ৮৯°৩৫′৪৩″ পূর্ব / ২২.৪৯৯০৪১১° উত্তর ৮৯.৫৯৫৪১১৯° পূর্ব / 22.4990411; 89.5954119
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যআল্লাহ আমাকে জ্ঞান দাও
ধর্মীয় অন্তর্ভুক্তিসকল
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯৮৭ (1987-01-01)
প্রতিষ্ঠাতামোংলা বন্দর
অবস্থাসক্রিয়
ভগিনী বিদ্যালয়পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা
বিদ্যালয় বোর্ডযশোর শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাবাগেরহাট
কর্তৃপক্ষমোংলা বন্দর কর্তৃপক্ষ
বিদ্যালয় কোড৪৫৪১
ইআইআইএন১১৫০২৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমোঃ ইউনুছ আলী মোল্লা
শিক্ষকমণ্ডলী২১ জন
কর্মচারী১০জন
শ্রেণীশিশু থেকে দশম
লিঙ্গছেলে ও মেয়ে
বয়স৫ ১৬ পর্যন্ত
শিক্ষার্থী সংখ্যা৫৪৭(মাধ্যমিক-২৬৫ জন, প্রাথমিক-২৮২ জন)
ভাষাবাংলা এবং ইংরেজি
সময়সূচির ধরনদিন
শ্রেণীকক্ষ১৯টি
ক্যাম্পাসসমূহ১টি
শিক্ষায়তন৪.৭০ একর (১.৯০ হেক্টর)
হাউস২টি
রং    ,     ,    
অ্যাথলেটিক্স সম্মেলন২টি
ক্রীড়াফুটবল এবং ক্রিকেট
বার পাশের হার১০০%
বর্ষপুস্তকঅন্বেষা
উৎস:২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী

মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় হল বাংলাদেশের একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[১][২][৩] ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পরিচালনা করে মোংলা বন্দর কর্তৃপক্ষ

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এই বিদ্যালয়ের শিক্ষক ২৬ জন ও ছাত্রছাত্রীসংখ্যা প্রায় ৫৪৭ জন।

ইতিহাস[সম্পাদনা]

মোংলা বন্দরের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদের পড়াশুনার জন্য একটি বিদ্যালয় প্রয়োজন হলে বন্দর ভবনের কাছাকাছি মাধবী আবাসিক এলাকায় ১৯৮৭ সালে ৪.৭০ একর ক্যাম্পাস এলাকা নিয়ে গড়ে ওঠে এই বিদ্যালয়টি।[৩] ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হয়। ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর বিদ্যালয়ে মাধ্যমিক স্বীকৃতি পেলেও ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়। এর পূর্ব নাম ছিল মংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়টি প্রথম দিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল; বর্তমানে এটি একটি মাধ্যমিক বিদ্যালয়।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার

মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় ২০১৪ সাল থেকে অন্বেষা নামক বার্ষিক সাময়িকী প্রকাশ করছে। এখানে প্রতি বছর জাতীয় উৎসবগুলো পালন করে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "মংলা উপজেলা"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "All Schools And Colleges List of Bagerhat, Bandarban, Barguna, Barisal, Bhola, Bogra, Brahamanbaria, Chandpur"Chittagong 
  3. "মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৫মোংলা পোর্ট অধীনে পরিচালিত একটি আদর্শ বিদ্যাপীঠ । [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]