বাংলাদেশের পর্বতের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাংলাদেশের পর্বতসমূহের তালিকা থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ নিম্নভূমির দেশ। বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ পূর্বে চট্টগ্রামে পাহাড়, উত্তর পূর্বে সিলেটে নিচু পাহাড় এবং উত্তর ও উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি আছে। নিচে বাংলাদেশের ৩০০০ ফুটের উপরের পাহাড় চূড়াসমূহের একটা তালিকা দেওয়া হলো।

তালিকা[সম্পাদনা]

ক্রম নাম উচ্চতা অবস্থান টীকা
তাজিংডং ৪,১৯৮ ফুট (১,২৮০ মিটার) সাইচল পর্বতসারি,রুমা উপজেলা, বান্দরবান
  • বাংলাদেশের সর্বোচ্চ চূড়া।
সাকা হাফং ৩,৪৬৫ ফুট (১,০৫৬ মিটার) থানচি, বান্দরবান
  • ২০০৬ সালে ইংরেজ পর্যটক গিঞ্জ ফুল্লেন চূড়ায় আরোহণ করেন।
জো তল্যাং/মোদক মুয়াল ৩,৩৩৫ ফুট (১,০১৭ মিটার) থানচি, বান্দরবান
  • ২০০৫ সালে বাংলাদেশী পর্যটক সুব্রত দাস নিতিশ এবং বিজয় সঙ্কর কর চূড়ায় আরোহণ করেন।
দুমলং ৩,৩১৪ ফুট (১,০১০ মিটার) বিলাইছড়ি, রাঙামাটি
  • রাঙামাটির সর্বোচ্চ চূড়া।
  • ২০১১ সালে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
জোগি হাফং ৩,২৫১ ফুট (৯৯১ মিটার) থানচি, বান্দরবান
  • ২০১২ সালে এই পাহাড়ের চূড়ায় আরোহণ করা হয়
কেওক্রাডং ৩,২৩৫ ফুট (৯৮৬ মিটার) রুমা, বান্দরবান
  • বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ট্রেকিং রুট।
মাইথাই জামা হাফং ৩,১৭৪ ফুট (৯৬৭ মিটার) বিলাইছড়ি, রাঙামাটি
  • ২০১৪ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
থিংদৌল তে ত্ল্যাং ৩,১৪৯ ফুট (৯৬০ মিটার) রুমা, বান্দরবান
  • লম্বরক রেঞ্জের সর্বোচ্চ চূড়া।
  • ২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।[১]
মুখ্রা থুথাই হাফং ৩,১২৯ ফুট (৯৫৪ মিটার) বিলাইছড়ি, রাঙামাটি
  • ২০১৩ সালে উচ্চতা পরিমাপ করা হয়
১০ কপিতাল ৩,০৯৪ ফুট (৯৪৩ মিটার) রুমা, বান্দরবান
  • এই সমতল পর্বতশৃঙ্গটি একসময় মিজোরামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর লুকানোর জায়গা হিসাবে ব্যবহৃত হত।
১১ ক্রেইকুং তং/ন্যারা্ম্ ত্ল্যাং ৩,০৮৩ ফুট (৯৪০ মিটার) রুমা, বান্দরবান
  • ২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
১২ রাং ট্লাং মাপা হয়নি বিলাইছড়ি, রাঙামাটি
১৩ নাসাই হুম ৩,০০৫ ফুট (৯১৬ মিটার) থানচি, বান্দরবান
  • বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ-পূর্ব কোণের চূড়া।
  • ২০১১ সালে ডি-ওয়ে এক্সপেডিটরস অ্যান্ড নেচার অ্যাডভেঞ্চার ক্লাব কর্তৃক সাঙ্গু উৎসের যৌথ অভিযানের সময় উচ্চতা পরিমাপ করা হয়।[২]
১৪ আইয়াং ত্লং ৩,২৯৮ ফুট (১,০০৫ মিটার) থানচি, বান্দরবান [৩]
  • ২০১৯ সালে প্রকৌশলী জ্যোতির্ময় ধর , সর্ব প্রথম একজন প্রথম বাংলাদেশী হিসেবে চূড়াটিতে আরোহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Wikiloc - Expedition:Scaling unknown Heights By-BD Explorer trail - Ruma Bāzār (Bangladesh)- GPS track"Wikiloc - GPS trails and waypoints of the World 
  2. "Panoramio - Photo of "NASAI- HUM" / most S.E corner Peak (3005+ ft)"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  3. "থানচিতে মিলল ৩২৯৮ ফুটের নতুন পর্বতশৃঙ্গের খোঁজ"। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৬