মানবজমিন (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানবজমিন
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকশীর্ষেন্দু মুখোপাধ্যায়
দেশভারত
ভাষাবাংলা
প্রকাশিতআগস্ট, ১৯৮৮
প্রকাশকআনন্দ পাবলিশার্স
মিডিয়া ধরনছাপা (হার্ডকভার)
পৃষ্ঠাসংখ্যা৫৬৫ (প্রথম সংস্করণ)
পুরস্কারসমূহসাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৯)
আইএসবিএন৮-১৭০-৬৬১৩৪-X

মানবজমিন ভারতীয় বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ১৯৮৮ সালের একটি উপন্যাস। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পূর্বে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে আগস্ট, ১৯৮৮ সালে কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এ উপন্যাসের জন্য ১৯৮৯ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[১]

জনপ্রিয় সংস্কৃতিতে[সম্পাদনা]

মানবজমিন উপন্যাসের উপর ভিত্তি করে একটি দীর্ঘ ধারাবাহিক টেলিভিশন নাটক নির্মাণ করেছিলেন বাংলাদেশি নির্মাতা মুরাদ পারভেজ। নাটকটি ২০১০ সালের ৭ জুন থেকে ২০১১ সালের ৭ জুন পর্যন্ত এনটিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল।[২]

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মুখোপাধ্যায়, শীর্ষেন্দু (আগস্ট, ১৯৮৮)। মানবজমিন (১৯৮৮ সংস্করণ)। কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। পৃষ্ঠা ১। আইএসবিএন 8-170-66134-X  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য);
  2. মনজুর জিয়া (২০১২-০৬-২৩)। "মুরাদ পারভেজের বিরুদ্ধে শীর্ষেন্দুর অভিযোগ"দৈনিক প্রথম আলো। মতিউর রহমান। ২০১৬-০৩-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]