ফসিলস্‌ (ব্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফসিলস্‌
প্রাথমিক তথ্য
উদ্ভবকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনরক, হার্ড রক, সাইকেডেলিক রক, প্রোগ্রেসিভ রক
পেশাসঙ্গীত
কার্যকাল১৯৯৮–বর্তমান
লেবেলআশা অডিও, বাংলা রক্‌
এর পূর্বেচন্দ্রমৌলি বিশ্বাস
ইন্দ্রজিত দে (ইন্দ্র)
পার্থ
পরিক্ষিত
সায়ন্তন
টেনো
বাম্পি
রাজীব
সুমন
শুভদ্বীপ
দেবু
বাজি
স্‌টিফেন
বুবুন
সদস্যরুপম ইসলাম (কণ্ঠশিল্পী, সঙ্গীত রচয়িতা)
দীপ ঘোস (রিদম গিটারিস্ট)
অ্যালান তেমজেন আও (লিড গিটারিস্ট)
প্রসেনজিৎ (পম) চক্রবর্তি (বেসিস্ট)
তন্ময় দাস
ওয়েবসাইটfossilsmusic.in

ফসিলস্‌, ১৯৯৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত, পশ্চিমবঙ্গ, কলকাতাভিত্তিক একটি বাংলা রক ব্যান্ড। এই ব্যান্ডের এখনকার সদস্যরা রুপম ইসলাম (কণ্ঠশিল্পী ও গীতিকার), দীপ ঘোষ (গিটারবাদক ও কণ্ঠশিল্পী), অ্যালেন তেমজং আও (গিটারবাদক), প্রসেনজিৎ চক্রবর্তি (বেস গিটারবাদক ও কণ্ঠশিল্পী) এবং তন্ময় দাস (ড্রামসবাদক)।

ইতিহাস[সম্পাদনা]

রুপম ইসলাম ১৯৯৮ সালে ব্যান্ডটি গঠন করেন। প্রথম স্টেজ শো হয় ৯ জানুয়ারি ১৯৯৯, কলকাতায়। এই শোতে দীপ ঘোষ গিটার বাজিয়েছিলেন। দীপ, ব্যান্ডটির নাম ফসিল্স রাখেন। নামটি রুপমের একটি লেখার থেকে অনুপ্রণিত, "খোড়ো আমার ফসিল, অনুভূতির মিছিল প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে"। ব্যান্ডের নাম ফসিলস হওয়ার কারণ প্রসঙ্গে রূপম বললেন, “রক গান তখন শ্রোতারা খুব একটা গ্রহণ করছিল না। তার পরও আমরা রক গান নিয়েই এগিয়েছি। আমাদের কাছে রক মিউজিককে মনে হয়েছিল আগামী প্রজন্মের গান। নানা ধরনের চাপ নিতে নিতে লিখেছিলাম খোঁড়ো আমার ফসিল, অনুভূতির মিছিল/প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে, শোনো তুমি কি আমার হবে? এখান থেকেই ফসিলস নামটা নির্বাচন করা হয়।”[১][২]

কার্যক্রম[সম্পাদনা]

২০০৫ সালে ম্যানেজার পরীক্ষীত কে অব্যাহতি দেয়ার পর ফসিলস-এর ম্যানেজার হন রুপম ইসলাম এর স্ত্রী রূপসা দাশগুপ্ত এবং ব্যান্ডের গিটারবাদক ও কণ্ঠশিল্পী দীপ ঘোষ। ২০০৭ সালে “ঢাকা রক ফেস্ট” এ প্রথম বারের মত বাংলাদেশে উন্মুক্ত কনসার্টে অংশ নেন। এ অনুষ্ঠানে মাইলস ব্যান্ড সহ আরও শীর্ষস্থানীয় পাঁচটি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে।[৩]

সঙ্গীত সংকলন[সম্পাদনা]

  • ফসিল্‌স ৬ (২০১৯)
    • ঘৃণা
    • হৃদয় ভাঙবার গান
    • দেওয়ালি পি


  • ফসিল্‌স ৫ (২০১৭)
    • পালাও
    • স্তব্ধ জীবন
    • জানলা
    • মৃত মানুষ


  • ফসিল্‌স ৪ (২০১৩)
    • খোড়ো আমার ফসিলস
    • বাঁদর
    • হাজার বিছানা
    • মহাকাশ
    • বাড়ি এসো
    • শয়তান
    • রিসোলিউশন
    • স্থাবর এবং অস্থাবর
    • মৃত্যু


  • ফসিল্‌স ৩ (২০০৯)
    • স্বাভাবিক খুন
    • মা
    • দানবের উথথান
    • গুরু
    • ফিরে চলো
    • বিদ্রোহের পাণ্ডুলিপি
    • মমি
    • ভূত আর তিলোত্তমা ১
    • ধ্বংস রোমন্থন
    • হাসপাতালে
    • মৃত্যু মৃত্যু এর পরে
    • রেললাইনে মৃত্যু
    • সিজিওফ্রেনিক ব্রা
    • ভূত আর তিলোত্তমা ২


  • অপদার্থ (২০০৭)
    • অপদার্থ


  • মিশন এফ (২০০৬)
    • ইতস্ততা
    • সততার বিলাসিতা
    • মানব বোমা
    • ফ্রেন্ডশিপ চাই
    • বন্ধু হে
    • কিছুটা সময়
    • বিষাক্ত মানুষ
    • একা নও
    • শোনো আমরা কি সবাই
    • হারি না


  • ফসিল্‌স ২ (২০০৪)
    • কেন করলে
    • মানব বোমা
    • ছল
    • হারানো পদক
    • তৃতীয় বিশ্ব
    • অ্যাসিড
    • ২৯ শে অক্টোবর
    • বাইসাইকেল চোর
    • শাস্তি


  • ফসিল্‌স (২০০২)
    • আরো একবার
    • একলা ঘর
    • নেমেসিস
    • হাসনুহানা
    • দ্যাখো মানসী
    • বিষাক্ত মানুষ
    • নিষ্ক্রমণ
    • মিলেনিয়াম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ব্যান্ডের নাম ফসিলস হওয়ার কারণ প্রসঙ্গে রূপম"Fossil। ১৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৭ 
  2. "ফসিলস-এর শুরুটা ১৯৯৮ সালে"। Kalekontho। ৪ আগস্ট ২০১৬ ১৬:১৪। সংগ্রহের তারিখ 23 জুন 2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "ঢাকা রক ফেস্ট"। The daily star। November 12, 2007, 12:00 AM। সংগ্রহের তারিখ 23 জুন 2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ[সম্পাদনা]