কান্ডালা-ভাটিন্ডা তেল পাইপলাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কান্ডালা-ভাটিন্ডা তেল পাইপলাইন
অবস্থান
দেশ ভারত
হইতেকান্ডালা, গুজরাত
অতিক্রম করেপানিপথ
পর্যন্তভাটিণ্ডা
সাধারণ তথ্য
ধরনতেল পণ্যসমূহ
নিয়ন্ত্রণকারীভারতীয় তেল কর্পোরেশন
নির্মাণ শুরু১৯৯৩
অনুমোদন১৯৯৬
কারিগরী তথ্য
দৈর্ঘ্য১,৪৪৩ কিলোমিটার (৮৯৭ মাইল)
সর্বোচ্চ নির্গমনবার্ষিক ৬ মিলিয়ন মেট্রিক টন

কান্ডালা-ভাটিণ্ডা তেল পাইপলাইন-এর নির্মাণকার্য ১৯৯৩ সালে শুরু হয়। ১৯৯৬ সালে এর উদ্ভোধন হয়।[১] এটি ভারতের দীর্ঘতম পাইপলাইন। এর দৈর্ঘ্য ১৪৪৫ কিলোমিটার । এটি গুজরাত, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব রাজ্যের মধ্য দিয়ে গেছে। এটি উত্তর ভারতের অঞ্চল গুলিতে তেল সরবরাহ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Oil to augment Kandla-Bhatinda pipeline capacity"। Financial Express India। ২২ জানুয়ারি ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১২