২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশ ভারত
তারিখ২৬ ডিসেম্বর ২০১৬ – ৪ জানুয়ারি ২০১৭
দল
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৪র্থ শিরোপা)
রানার-আপ বাংলাদেশ
পরিসংখ্যান
ম্যাচ১২
গোল সংখ্যা৫৭ (ম্যাচ প্রতি ৪.৭৫টি)
শীর্ষ গোলদাতানেপাল সাবিত্রা ভান্দারি
(১২ গোল)

২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসর যা ভারতের শিলিগুড়িতে ২৬ ডিসেম্বর ২০১৬ থেকে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ আসরে সাফভুক্ত ৭টি দেশের জাতীয় মহিলা দল অংশগ্রহণ করে।

স্বাগতিক নির্বাচন[সম্পাদনা]

২০১৬ সালের ২ জানুয়ারি তিরুবনন্তপুরম সাফ কার্যনির্বাহী কমিটির সভায় ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য ভারতকে স্বাগতিক দেশ নির্বাচন করা হয়।[১]

অংশগ্রহণকারী দেশ[সম্পাদনা]

স্বাগতিক ভারত সহ দক্ষিণ এশিয়ার মোট ছয়টি জাতীয় নারী দল অংশগ্রহণ করে। পাকিস্তান অংশগ্রহণের কথা থাকলেও ৩ নভেম্বর ২০১৬ তারিখে তারা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায়।[২]

দেশ উপস্থিতি পূর্বের সেরা সাফল্য ফিফা ক্রমস্থান
ডিসেম্বর ২০১৬
 ভারত (স্বাগতিক) 4th চ্যাম্পিয়ন (2010, ২০১২, ২০১৪) ৫৪
 আফগানিস্তান ৪র্থ‌ সেমি ফাইনাল n/a
 বাংলাদেশ ৪র্থ‌ সেমি ফাইনাল ১১৪
 ভুটান ৪র্থ‌ Group-stage n/a
 মালদ্বীপ ৪র্থ‌ Group-stage ১১৬
   নেপাল ৪র্থ‌ Runners-up ১০৫
 শ্রীলঙ্কা ৪র্থ‌ সেমি ফাইনাল ১১৫

স্কোয়াড[সম্পাদনা]

মাঠ[সম্পাদনা]

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সকল খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩]

শিলিগুড়ি
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩০,০০০

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ পর্বের জন্য ড্র ঢাকায় অবস্থিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন এর প্রধান কার্যালয়ে ১৭ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়।[৪]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
   নেপাল ১৮ +১৮ নকআউট পর্বে অগ্রসর
 মালদ্বীপ ১২ −৪
 শ্রীলঙ্কা −২
 ভুটান ১৩ −১২
উৎস: Soccerway
শ্রেণীবিভাগের নিয়মাবলী: Tie-breaking criteria

মালদ্বীপ 0–9   নেপাল
প্রতিবেদন Bhandari গোল ১২'২৮'৩৯'৫০'৬৩'
Yonjan গোল ৫২'
Lama গোল ৭১'
Bhujel গোল ৭৪'
BK গোল ৯০+৩'

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 বাংলাদেশ +৬ নকআউট পর্বে অগ্রসর
 ভারত (H) +৪
 আফগানিস্তান ১১ −১০
উৎস: Soccerway
শ্রেণীবিভাগের নিয়মাবলী: Tie-breaking criteria
(H) স্বাগতিক।


নকআউট পর্ব[সম্পাদনা]

ব্রাকেট[সম্পাদনা]

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২ জানুয়ারি
 
 
   নেপাল
 
৪ জানুয়ারি
 
 ভারত
 
 ভারত
 
২ জানুয়ারি
 
 বাংলাদেশ
 
 বাংলাদেশ
 
 
 মালদ্বীপ
 

সেমি–ফাইনাল[সম্পাদনা]


ফাইনাল[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাফ ও ক্লাব কাপ বাংলাদেশে"। দৈনিক নয়াদিগন্ত। ৩ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬ 
  2. "Another pullout as Pakistan skips Women's Asian Cup"Football Pakistan (Dawn)। ৩ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬ 
  3. "Players called for camp"The All India Football Federation। ২৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Draw Held in Dhaka"Goal Nepal। ১৭ নভেম্বর ২০১৬। ১৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬