আলাপ:ইছামতি নদী (পাবনা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পানির উপস্থিতি[সম্পাদনা]

ইছামতি নদীতে সারা বছর পানি পাওয়া যায়। পানির উৎস সমূহঃ- ১। বর্ষার পানি ২। পাম্প দ্বারা উত্তলিত পানি।

বর্ষার পানি বাংলাদেশের বর্ষা মৌসুম আশাঢ় ও শ্রাবন, এই দুই মাসে সারাদেশে প্রচুর পরিমানে বৃষ্টিপাত হয়ে থাকে এতে আশে পাশে থাকা নদী ও জলাশয় গুলো পানিতে ভরে যায়। ঠিক একই ভাবে দেশের উত্তর-পশ্চিমে হওয়া বৃষ্টির পানি আশে পাশে থাকা নদী গুলোতে পরে। এভাবে নদীতে পানি সরবাহ হয়ে থাকে।

পাম্প দ্বারা উত্তলিত পান বেড়া উপজেলায় রয়েছে ইছামতি নদীতে পানি উত্তলনের জন্য পাম্প মেশিন। যার দিয়ে খড়ার সময় গেলোন গেলোন পানি উত্তলোন করে ইছামতি নদীর প্রানকে আবার ও সজীব করে তোলা হয়। এই পাম্প দিয়ে পানি তোলা হয় মূলত কৃষি কাজের পানি উৎস হিসাবে। এ নদীর দু পাশে রয়েছে অগনিত জনপদ যার কারণে এখানে কৃষি জমি, মাছ চাষের জন্য পুকুর ও গাছপালা যাদের জন্য পানি অত্যান্ত গুরুত্বপূন্য । পানির প্রবাহ মূলত পাম্প দ্বারা নিয়ন্ত্রীত হয়ে থাকে।

'এই নদীর পানি সচ্ছো''