২০১৬ দক্ষিণ এশীয় গেমসে নেপাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এশিয়ান গেমসে নেপাল

নেপালের পতাকা
আইওসি কোড  NEP
এনওসি নেপাল অলিম্পিক কমিটি
২০১৬ দক্ষিণ এশীয় গেমস
প্রতিযোগী ৩৯৮ জন
পদক
Rank: ৬
স্বর্ণ
রৌপ্য
২৩
ব্রোঞ্জ
৩৪
মোট
৬০
এশিয়ান গেমস ইতিহাস
এশিয়ান গেমস
এশিয়ান শীতকালীন গেমস
এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমস
এশিয়ান বিচ গেমস
এশিয়ান যুব গেমস
দক্ষিণ এশীয় গেমস ইতিহাস
দক্ষিণ এশীয় গেমস

২০১৬ দক্ষিণ এশীয় গেমসে নেপাল ৩৯৮ জন প্রতিযোগি ২২টি ক্রীড়ায় দলগত ও ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণ করে। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের শিলংগুয়াহাটিতে অনুষ্ঠিত এ আসরে নেপাল ৩ স্বর্ণসহ মোট ৬০ টি পদক অর্জন করে।

পদক তালিকা[সম্পাদনা]

নেপাল ৩ টি স্বর্ণ ২৩ রৌপ্য ও ৩৪ টি ব্রোঞ্চ পদকসহ মোট ৬০ টি পদক অর্জন করে।[১]

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট Rank
আর্চারি 0 0 1 1 5
অ্যাথলেটিকস 0 0 0 0 0
ব্যাটমিন্টন 0 0 2 2 4
মুষ্টিযুদ্ধ 0 0 0 0 0
সাইক্লিং 0 0 0 0 0
ফিল্ড হকি 0 0 0 0 0
ফুটবল 1 1 0 2 1
হ্যান্ডবল 0 0 0 0 0
জুডু 1 0 0 0 0
কাবাডি 0 0 0 0 0
খো খো 0 0 0 0 0
শ্যুটিং 0 0 0 0 0
স্কোয়াশ 0 0 0 0 0
সাঁতার 0 1 3 4 5
টেবিল টেনিস 0 0 2 2 4
তাইকোন্দো 0 0 0 0 0
টেনিস 0 0 0 0 0
ট্রায়থলন 0 0 0 0 0
ভলিবল 0 0 0 0 0
ভারোত্তোলন 0 0 0 0 0
কুস্তি 0 0 0 0 0
উশু 1 7 0 9 2
সর্বমোট ২৩ ৩৪ ৬০


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Results: Medal Tally"South Asian Games। ২০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬