আলাপ:তেলেঙ্গানা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তেলেঙ্গনা বনাম তেলঙ্গানা[সম্পাদনা]

@Jonoikobangali: "তেলেঙ্গনা" বানান যেসব উৎসে পাচ্ছি : আনন্দবাজার, বর্তমান, আজকাল, বিবিসি বাংলা, ডয়চে ভেলে, এনডিটিভি, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ...। আকাদেমি কী বলে?--অর্ণব (আলাপ | অবদান) ০৪:৫০, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমার কাছে আকাদেমি অভিধানের যে সংস্করণটি আছে, সেটি তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠার আগে প্রকাশিত। তাতে এই বানানটি পাচ্ছি না। তবে পাঠ্যপুস্তকে "তেলেঙ্গানা" বানানটিই পাচ্ছি। আমার মনে হয়, এই বানানটি নির্দ্বিধায় গ্রহণ করা যেতে পারে। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৫৮, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে। তাহলে "তেলেঙ্গানা" শিরোনামে সরিয়ে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৫৩, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]