আলাপ:রুশ মনিটর কল্ডান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Moumita90: আপু, নিবন্ধের পাশে যে তথ্যছক বা ইনফোবক্স রয়েছে তা অনুবাদ করতে হবে। = চিহ্নের পরের লেখাগুলো শুধু অনুবাদ করলেই চলবে এবং অনুবাদের সময় মিলিয়ে নেবেন, যে লেখাগুলো মানে সংখ্যা ইতিমধ্যেই বাংলা ফলাফল দিচ্ছে সেগুলো অনুবাদের প্রয়োজন নেই ({{convert }} এর ভিতর)। এছাড়াও <ref> ট্যাগের ভেতর যা রয়েছে সেগুলোও অনুবাদ করতে হবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৫, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আমি ঠিক বুঝতে পারলাম না কোনগুলোর বাংলা করতে হবে। যে লেখাগুলো লাল হয়ে আছে সেগুলো ?? Moumita90 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

না, নিবন্ধের ডানপাশে উপরে যে বক্স ওটার কথা বলেছিলাম। যাইহোক, আমি করে দিয়েছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২২, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]