ব্যবহারকারী আলাপ:অজয় মন্ডল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

এক নাকি আলাদা?[সম্পাদনা]

মৃগশিরা (চন্দ্রনিবাস)মৃগশিরা এই দুটি কি একই? আর নিবন্ধের সাথে চন্দ্রনিবাস না লাগালেও পারেন, সাধারণত উইকিতে এক নামে একাধিক নিবন্ধ/বিষয় না থাকলে কিংবা না তৈরি হওয়ার সম্ভাবনা না থাকলে দ্ব্যর্থতা নিরসন করা লাগে না। আফতাব (আলাপ) ১৯:৩৪, ২১ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

একই নামে একাধিক নিবন্ধ[সম্পাদনা]

সুপ্রিয়, আপনি মূলত আপনার তৈরি নিবন্ধগুলো ও আরও কিছু নিবন্ধ নাম কিছুটা পরিবর্তন করে একাধিকবার যুক্ত করছেন, যা ভুল। আপনি যদি নামটি পূর্ননির্দেশ দিতে চান তাহলে নতুন নামটি দিতে তৈরি করুন-এ গিয়ে বক্সে #REDIRECT [[পূর্বের নিবন্ধের নাম]]-এভাবে লিখলেই আগের নিবন্ধটিতে পূর্ণনির্দেশ হয়ে যাবে নামটি। এভাবে করলেই একই নিবন্ধ একাধিক নামে তৈরি করতে হবে না। কিছু না বুঝে থাকলে এখানে বা আমার আলাপ পাতায় প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৩, ২২ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু তথ্য জানুন[সম্পাদনা]

আপনি বিভিন্ন ধর্মীয় নিবন্ধ সংযোজন ও সম্পাদনা করছেন; কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। উদাহরণ স্বরূপঃ বিশেস কিছু ধর্ম ও ধর্ম-প্রচারকের নামকে গুরুত্বপূর্ণ বুঝাতে বোল্ড করছেন। কিন্তু,মনে রাখবেন, প্রতিট ধর্মই গুরুত্বপূর্ণ এবং তার প্রচারকগণও সম্মাণিত। এছাড়াও, আপনি ঈশ্বর, পয়গম্বর প্রভৃতি সম্পর্কিত একাধিক নিবন্ধ তৈরি করছেন, যা পূর্ব হতেই রয়েছে। নিবন্ধে লাগানো ট্যাগ অযথা অপসারণ করা হতে বিরত থাকতেও অনুরোধ করা হচ্ছে আপনাকে। - Ashiq Shawon (আলাপ) ১৯:৩৬, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রত্যাদিষ্ট[সম্পাদনা]

ধন্যবাদ অজয় মন্ডল আপনার ইমেইলের জন্য,
প্রত্যাদিষ্ট নিবন্ধটি অপসারণ করেছিলাম কারণ তাতে দুই-তিনটি বাক্য ছিল এবং কোন তথ্যসূত্র ছিল না। আপনাকে অনুরোধ করবো নতুন কোন নিবন্ধ তৈরি করা শুরু করলে নতুন অবস্থায় তাতে {{under construction}} টেমপ্লেটটা যুক্ত করতে, তাতে অন্যরা বুঝতে পারবে আপনি নিবন্ধটির উপর কাজ করছেন। কারণ অনেক ব্যবহারকারীই (বিশেষ করে নতুনরা) নিবন্ধ শুরু করে কয়েক লাইন লিখেই ছেড়ে দেন। কিন্তু বাংলা উইকিপিডিয়াতে কোন নিবন্ধ লিখা শুরু করলে তা অন্তত কয়েকটি অনুচ্ছেদ সমেত উইকিপিডিয়ার নিবন্ধ তৈরির নীতিমালা অনুসারে পর্যাপ্ত তথ্যসূত্র সমৃদ্ধ হতে হবে। তা না হলে নিবন্ধটি মুছে ফেলা হয়। এটি আমার ব্যক্তিগত কোন ইচ্ছা নয়, বরং বাংলা উইকিপিডিয়ার সংখ্যাগরিষ্ঠ নিয়মিত ও অভিজ্ঞ ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত নীতি।

যাইহোক, প্রত্যাদিষ্ট নিবন্ধটি আমি পুনর্বহাল করেছি। এখন আপনি নিবন্ধটির উন্নয়ন করতে পারেন। ধন্যবাদ।  – তানভির (আলাপ) ১৭:২৩, ১৭ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:আবেগ-এ সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় অজয় দা,

শুভ সকাল, আশা করি ভালো আছেন। আপনি সম্প্রতি আবেগ টেমপ্লেট কোনো আলোচনা ছাড়াই সম্পূর্ণ খালি করেছেন, যা মোটেও কাম্য নয়। এরূপ করার আগে আলাপ পাতায় এ কাজের যৌক্তিকতা তুলে ধরতে হবে। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:১৪, ২২ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রত্যাদিষ্ট নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

প্রত্যাদিষ্ট নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রত্যাদিষ্ট পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। --জয়ন্ত (আলাপ - অবদান) ০২:৪৩, ২৪ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ব্রহ্ম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

ব্রহ্ম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ব্রহ্ম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৮:৩৬, ২৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ঈশ্বরাজ্ঞা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

ঈশ্বরাজ্ঞা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ঈশ্বরাজ্ঞা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। --জয়ন্ত (আলাপ - অবদান) ২০:০৯, ২৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

অপ্রযোজ্য বা অপ্রয়োজনীয় পুনঃনির্দেশনা[সম্পাদনা]

দয়া করে অপ্রযোজ্য বা অপ্রয়োজনীয় পুনঃনির্দেশনা করা থেকে বিরত থাকুন। আপনি দয়া করে উইকিপিডিয়া:পুনর্নির্দেশনা পাতা টি পড়ে নিন। --জয়ন্ত (আলাপ - অবদান) ২০:১৫, ২৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি আজকে কয়েকটি দ্ব্যর্থতা নিরসন পাতা অন্য নিবন্ধে কেন পুনঃনির্দেশ করেছিলেন তা আমার বোধগম্য হল না। তাই আমি সেই সম্পাদনাগুলি বাতিল করেছি। আর নাম পরিবর্তনের জন্য কোন নিবন্ধের লেখা অনুলিপি-প্রতিলেপন (copy-peast) করে স্থানান্তর করবেন না। স্থানান্তর করতে হলে নিবন্ধের আলাপ পাতায় লিখুন। --আফতাব (আলাপ) ১৩:২৫, ২৬ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

‘ন্যায়’ নিবন্ধে কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

প্রিয় অজয় মণ্ডল, উইকিপিডিয়ায় স্বাগতম। ‘ন্যায়’ নিবন্ধে আপনার যোগ করা লেখাগুলো কপিরাইটকৃত যা একটি ব্লগ থেকে নেওয়া। কপিরাইট লঙ্ঘন করা নিবন্ধটি মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে খেয়াল রাখবেন যে, কপিরাইট লঙ্ঘনকে উইকিপিডিয়ায় অত্যন্ত গুরুতর সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। তাই লেখা যোগ করার আগে সে ব্যাপারে সচেতন থাকুন। ধন্যবাদ। — তানভির১০:৩৭, ৩০ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

দয়া করে, অন্য ওয়েবসাইট থেকে কপিরাইট যক্ত লেখা অনুলিপি করবেন না। উইকিপিডিয়ায় কপিরাইট লঙ্ঘনকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। আপনার সমস্ত অবদান পর্যালোচনা করে কপিরাইট লঙ্ঘিত নিবন্ধগুলিকে অপসারণ বা আপনার সম্পাদনাগুলিকে সরিয়ে পূর্বাবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১১:৫৭, ৩০ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

অতিরিক্ত উইকিলিঙ্ক[সম্পাদনা]

দয়া করে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় উইকিলিঙ্ক দিয়ে দেবেন না। এতে নিবন্ধের শৈলী ও সৌন্দর্য্য বিনষ্ট হয়, যেমন আপনি করেছেন পদার্থ নিবন্ধে। আপনার সম্পাদনা পূর্বাবস্থায় আনা হল। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]

সুপ্রিয় অজয় মন্ডল,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় অজয় মন্ডল,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কোচ জাতি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য কোচ জাতি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত http://bn.banglapedia.org/index.php?curid=1600 থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে কোচ জাতি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্ত কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্ত ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — AKanik 💬 ১৭:৪৭, ১৭ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় অজয় মন্ডল,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অজয় মন্ডল,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]