আলাপ:য়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


বাংলা উইকিতে 'য' এর নিচে নোক্তা ' ়' দিয়ে য় লেখা[সম্পাদনা]

বর্তমানে উইকিতে 'য়' লেখা হয় এভাবে: য় = U+09BC + U+09AF [ য + ় ]

অথচ ইউনিকোডের চলতি সংস্করণে 'য়' এর জন্য কোড-পয়েন্ট U+09DF সংরক্ষিত আছে।

ইউনিকোডে অন্তস্থ-য় এর জন্য আলাদা ভুক্তি থাকা সত্ত্বেও উইকিপেডিয়াতে অন্তস্থ-য এর নিচে ফোঁটা বা নোক্তা দিয়ে অন্তস্থ-য় লেখার যোক্তিকতা নেই, এটা বাহুল্য। আমার জ্ঞানত ইউনিকোডের শুরুর দিকের সংস্করণে 'য়' এর জন্য আলাদা কোন কোড-পয়েন্ট ছিলো না। কিন্তু পরবর্তীতে তা যোগ করা হয়। সম্ভবত সেই পুরাতন ধারাই উইকিপেডিয়া এখনও বহন করছে।

আমি বাংলা ইউকিপেডিয়ার প্রশাসকদের এই সমস্যা দূরীকরণে উদ্যোগ নিতে অনুরোধ করছি।

আরাফাত হাসান (আলাপ) ১৯:০২, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]