পেনসি গিরিবর্ত্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেনসি গিরিবর্ত্ম
পেনসি গিরিবর্ত্ম থেকে দৃষ্ট দ্রাং-দ্রুং হিমবাহ
উচ্চতা৪,৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট)
অবস্থানজম্মু ও কাশ্মীর, ভারত
পর্বতশ্রেণীহিমালয়
স্থানাঙ্ক৩৩°৫২′১৮″ উত্তর ৭৬°২০′৫৭″ পূর্ব / ৩৩.৮৭১৫৫৪° উত্তর ৭৬.৩৪৯০৭° পূর্ব / 33.871554; 76.34907

পেনসি গিরিবর্ত্ম বা পেনসি লা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে অবস্থিত একটি গিরিবর্ত্ম। এই গিরিবর্ত্মকে জাংস্কারের প্রবেশদ্বার বলা হয়।

অবস্থান[সম্পাদনা]

পেনসি গিরিবর্ত্ম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪০০ মিটার উচ্চতায় অবস্থিত। এই গিরিবর্ত্ম সুরু উপত্যকাজাংস্কার উপত্যকাকে সংযুক্ত করে। রাংদুম বৌদ্ধবিহার থেকে এই গিরিবর্ত্ম ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

পেনসি গিরিবর্ত্মের পশ্চিম দিকে অবস্থিত পাঞ্জেল্লা হিমবাহ থেকে সিন্ধু নদের উপনদী সুরু নদীর উৎপত্তি হয়েছে। অপর দিকে এই গিরিবর্ত্মের পূর্ব দিকে অবস্থিত দ্রাং-দ্রুং হিমবাহ থেকে জাংস্কার নদীর উপনদী ডোডা নদীর উৎপত্তি হয়েছে।

যোগাযোগ[সম্পাদনা]

কার্গিল থেকে পাদুম পর্যন্ত সংযোগরক্ষাকারী ২৪০ কিলোমিটার দীর্ঘ কার্গিল-জাংস্কার সড়ক গ্রীষ্মকালের পাঁচ মাস খোলা থাকলেও শীতকালের দিনগুলিতে ভারী তুষারপাতের জন্য বন্ধ থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]