মার্ক নফ্‌লার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্ক নফ্‌লার
Mark Knopfler
মার্ক নফ্‌লার, ২০০৬
প্রাথমিক তথ্য
জন্মনামমার্ক ফ্রিওদর নফ্‌লার
জন্ম (1949-08-12) আগস্ট ১২, ১৯৪৯ (বয়স ৭৪)
গ্লাসগো, স্কটল্যান্ড
উদ্ভবনিউক্যাসল আপন ট্যাইন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
ধরন
পেশাচলচ্চিত্র স্কোর সুরকার, বহু-বাদ্যযন্ত্রী, রেকর্ড প্রযোজক, গায়ক-গীতিকার
বাদ্যযন্ত্র
কার্যকাল১৯৬৫–বর্তমান
লেবেল
ওয়েবসাইটmarkknopfler.com

মার্ক ফ্রিওদর নফ্‌লার, (ইংরেজি: Mark Freuder Knopfler; জন্ম: আগস্ট ১২, ১৯৪৯) একজন ব্রিটিশ গীতিকার, চলচ্চিত্র স্কোর সুরকার, গিটারবাদক এবং রেকর্ড প্রযোজক। তিনি ডায়ার স্ট্রেইট্‌স রক সঙ্গীতদলের গায়ক, লিড গিটারবাদক, এবং গীতিকার হিসাবে ব্যপক পরিচিত, যা তিনি ১৯৭৭ সালে তার ভাই ডেভিড নফ্‌লারের সাথে সহ-প্রতিষ্ঠা করেন।

১৯৯৫ সালে ডায়ার স্ট্রেইট্‌স ভেঙে যাবার পর, নফ্‌লার সাতটি একক অ্যালবাম রেকর্ড ও প্রযোজানা করেন এবং তার পূর্বের শর্তানূযায়ী অনেক হিট গান প্রযোজনা করেন।[১] পাশাপাশি তিনি আটটি চলচ্চিত্রের সঙ্গীত প্রযোজনা করেন, এর মধ্যে রয়েছে লোকাল হিরো (১৯৮৩), ক্যাল (১৯৮৪), দ্য প্রিন্সেস ব্রাইড (১৯৮৭), এবং ওয়াগ দ্য ডগ (১৯৯৭).[২]

ডায়ার স্ট্রেইট্‌স-এর সাথে বজানোর এবং একক শিল্পী ও সুরকার হিসেবে কাজ করা ছাড়াও, নফ্‌লার অনেক বিশিষ্ট সঙ্গীতজ্ঞের সাথে রেকর্ড এবং একসাথে মঞ্চে সঞ্চালন করেছেন। এদের মধ্যে চেট এ্যটকিন্স, ক্রিস বটি, দ্য কিফটেইন্স, এরিক ক্ল্যাপটন, বব ডিলন, ব্রায়ান ফেরি, এমিলো হ্যারিস, জুলস্ হল্যান্ড, সনি লেনড্রেথ, ভ্যান মরিসন, স্টিলি ড্যান, স্টিং এবং জেমস টেলর ইত্যাদি সঙ্গীতঙ্গের সাথে কাজ করছেন। তিনি টিনা টার্নার, বব ডিলন এবং রান্ডি নিউম্যানের জন্যেও অ্যালবাম প্রযোজনা করেছেন।

নফ্‌লার একজন আঙুলশৈলী গিটারবাদক এবং রোলিং স্টোন ম্যাগাজিনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০০ গিটারবদকে মধ্যে ২৭তম স্থান অর্জন করেন।[৩] নফ্‌লার এবং ডায়ার স্ট্রেইট্‌স-এর একত্রে এযাবৎ ১২০ মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে।[৪][৫] চারবারের গ্র্যামি পুরস্কার বিজয়ী নফ্‌লার এছাড়াও জিতেছেন এডিসন পুরস্কার, স্টেইজার পুরস্কার এবং আইভর নোভেলো পুরস্কার, পাশাপাশি যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতের উপর তিনটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।[৬][৭]

প্রাথমিক জীবন (১৯৪৯–১৯৭৬)[সম্পাদনা]

ডিস্কোগ্রাফি[সম্পাদনা]

ডায়ার স্ট্রেইট্‌স অ্যালবাম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Knopfler, Mark (২০০৫–২০১৩)। "Mark Knopfler"Discography of studio albums। Mark Knopfler.com। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩ 
  2. "Mark Knopfler Biography"। The Biography Channel। ৪ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০০৮ 
  3. "The 100 Greatest Guitarists of All Time:Mark Knopfler"Rolling Stone। ১৮ সেপ্টেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৩ 
  4. "About John Illsley"। John Illsley Website। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০০৯ 
  5. "Dire Straits given plaque honour"। BBC। ৪ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১১ 
  6. "Sunderland honours Sultan of Swing"University of Sunderland। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৩ 
  7. "Third Honorary Degree"। Mark Knopfler Official Website। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]