দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: དོན་གྲུབ་རྒྱ་མཚོওয়াইলি: don grub rgya mtsho) (১৬৫৫-১৭২৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো ১৬৫৫ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের ক্রে-নাগ-ত্শাং (ওয়াইলি: kre nag tshang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল স্পেন-পা-ত্শে-রিং (ওয়াইলি: spen pa tshe ring) এবং মাতার নাম ছিল দ্পাল-ব্সাম-'দ্জোম-পা (ওয়াইলি: dpal bsam 'dzom pa)। ১৬৬৭ খ্রিষ্টাব্দে তিনি লাসা শহরে যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয় এবং গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এই সময় পঞ্চম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ দান করেন। ১৬৮২ খ্রিষ্টাব্দে তিনি গোমাং বৌদ্ধবিহারের প্রধান হিসেবে এবং ১৬৯৫ খ্রিষ্টাব্দে গ্যুমে মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৭০২ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আটচল্লিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন। এই সময় ষষ্ঠ দলাই লামা তার শিষ্যত্ব লাভ করেন। ষষ্ঠ দলাই লামার সঙ্গে কোশোত মঙ্গোল নেতা ল্হাজাং খানের বিরোধের পর মোনপা পেকার দ্জিনপা নামক ল্হাজাং খানের পুত্রকে নতুন দলাই লামা হিসেবে স্বীকৃতি প্রদানে অস্বীকার করায় ১৭০৮ খ্রিষ্টাব্দে ব্লো-ব্জাং-ছোস-'ফেল দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রধানের পদ থেকে সরে আসতে বাধ্য হন। এরপর তিনি ব্যা-য়ুল (ওয়াইলি: bya yul) বৌদ্ধবিহারে যাত্রা করে সেখানে জীবনের শেষ দুই দশক বসবাস করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (ডিসেম্বর ২০১০)। "The Forty-Eighth Ganden Tripa, Dondrub Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২২ 
পূর্বসূরী
ব্লো-ব্জাং-ছোস-'ফেল
দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো
আটচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-দার-র্গ্যাস
পূর্বসূরী
--
দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো
প্রথম লিং রিনপোছে
উত্তরসূরী
দ্গে-'দুন-ব্স্তান-পা-র্গ্যাল-ম্ত্শান