শোভাবাজার লাল মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাল মন্দির

লাল মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের শোভাবাজার অঞ্চলে অবস্থিত একটি কালীমন্দির। কথিত আছে, শোভাবাজারের রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।[১] এই মন্দিরটি কলকাতা চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মধ্যস্থলে অবস্থিত।

পাদটীকা[সম্পাদনা]

  1. Mitra, Swati (২০১১)। Kolkata:Guide Book। Goodearth publication। পৃষ্ঠা 84।