ডেলাওয়্যার রুট ১১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Delaware Route 11 marker

Delaware Route 11

Arthursville Road
পথের তথ্য
DelDOT কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৬.৯৫ মা[১] (১১.১৮ কিমি)
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত: MD ৩০২ এমডি ৩০২, টেম্পলভ্যালি
প্রধান সংযোগস্থল DE ৪৪ ডিই ৪৪ , হার্থলি
উত্তর প্রান্ত: DE ৩০০ ডিই ৩০০, কেন্টন
অবস্থান
কাউন্টিসমূহকেন্ট
মহাসড়ক ব্যবস্থা
DE ১০ DE ১২

ডেলাওয়্যার রুট ১১ (ডিই ১১) যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে অবস্থিত কেন্ট কাউন্টির একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটি ডিই ৩০০, কেন্টন থেকে শুরু, এখানেই উত্তরপূর্বাঞ্চলীয় টেম্পলভ্যালি অবস্থিত, ম্যারিল্যান্ড বর্ডারের পাশে। রাস্তাটি ৬.৯৫ মাইল দৈর্ঘ্য বিশিষ্ট, এর জন্য একে আর্থারসভ্যালি রোড বলা হয়। রাস্তাটি পশ্চিমের কেন্ট কাউন্টির মাঠ পেরিয়ে হার্থলি শহরের এসে ডিই ৪৪ এর সাথে মিলিত হয়। ১৯২০ সালে রাজ্য মহাসড়ক হিসেবে রাস্তাটি তৈরী করা হয় এবং ১৯৩৬ সালে রাস্তাটির নাম ডিই ১১ দেয়া হয়।

রাস্তার বিবরণ[সম্পাদনা]

ডিই ৩০০ তে অবস্থিত ডিই ১১ এর উত্তরপ্রান্ত বিন্দু।

ডেলাওয়্যার রুট ১১ এর শুরু হয় ম্যারিল্যান্ড বর্ডারের পার্শ্বের একটি রাস্তা থেকে। তারপর রাস্তাটি এমডি ৩০২ হিসেবে পম্চিমে চলতে থাকে। অন্যদিকে ডিই ১১, দুই-লেন বিশিষ্ট অবিভক্ত রাস্তাটি আর্থারসভ্যালি হয়ে বনজঙ্গল, বাড়িঘর, মাঠ পেরিয়ে উত্তর পশ্চিম বরাবর চলতে থাকে। তারপর রাস্তাটি হার্থলি শহরে প্রবেশ করে কিছু বাড়ি ঘর পেরিয়ে। শহরের কেন্দ্রে ডিই ৪৪ কে ছেদ করে হার্থলি শহরের ভেতর দিয়ে চলতে থাকে। রাস্তাটি পশ্চিমের কেন্ট কাউন্টির মাঠ পেরিয়ে হার্থলি শহরের এসে ডিই ৪৪ এর সাথে মিলিত হয়।[২][৩]

ডিই ১১ দিয়ে চলাচলকারী বাৎসরিক গাড়ীর সংখ্যা ২৪১৩ থেকে ১৪৪৩ এর মধ্যে ওঠানামা করে।[১] তবে এই রাস্তাটি জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়।[৪]

ইতিহাস[সম্পাদনা]

১৯২০ সাল পর্যন্ত রাস্তাটি ডিই ১১ একটি কাঁচা গ্রাম্য সড়ক হিসাবে ব্যবহৃত হতো।[৫][৬] ১৯২৭ সাল নাগাদ রাস্তাটিকে হার্থলি এলাকার একটি পাঁকা সড়ক হিসেবে তৈরী করা হয়।[৭] ১৯৩১ সালে রাস্তাটি রাজ্য সড়ক হিসেবে নেয়া হয় এবং ১৯৩৬ সালে রাস্তাটির নাম ডিই ১১ দেয়া হয়।[৮][৯] তারপর থেকে আজ অবধি রাস্তাটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে।[২]

মূখ্য অংশবিশেষ[সম্পাদনা]

পুরো ডিই ১১ই কেন্ট কাউন্টিতে অবস্থিত।

অবস্থান মাইল কি.মি. গন্তব্য টীকা
০০ ০০ এমডি ৩০২ দক্ষিণ প্রান্ত
হার্থলি ২.৫৮ ৪.১৫ ডিই ৪৪
৬.৯৫ ১১.১৮ ডিই ৩০০ উত্তর প্রান্ত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Staff (২০১১)। "Traffic Count and Mileage Report: Interstate, Delaware, and US Routes" (PDF)Delaware Department of Transportation। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. টেমপ্লেট:Delaware road map
  3. গুগল (মার্চ ১৭, ২০১০)। "overview of Delaware Route 11" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১০ 
  4. National Highway System: Delaware (PDF) (মানচিত্র)। Federal Highway Administration। ২০১০। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১২ 
  5. টেমপ্লেট:Delaware road map
  6. টেমপ্লেট:Delaware road map
  7. "Annual Report of the State Highway Department" (পিডিএফ) (1927 সংস্করণ)। Dover, Delaware: Delaware State Highway Department। ডিসেম্বর ৩১, ১৯২৭: 17। সেপ্টেম্বর ২৩, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১৪ 
  8. টেমপ্লেট:Delaware road map
  9. টেমপ্লেট:Delaware road map

বহিঃসংযোগ[সম্পাদনা]

রুটের মানচিত্র:

KML is from Wikidata