নাভিদ মাহবুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাভিদ মাহবুব
মাধ্যম
  • কৌতুক মঞ্চ
  • টেলিভিশন শো
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা প্রতিষ্ঠানবুয়েট
মিশিগান বিশ্ববিদ্যালয়, অ্যান আবার্বার
দম্পতিজারা জাবীন মাহবুব
সন্তানজয়না
মরিয়ম [১]

নাভিদ মাহবুব একজন বাংলাদেশী কৌতুক অভিনেতা এবং কলাম লেখক। ২০০৭ সালে দ্য কমেডি ফেস্টিভাল নামের আন্তর্জাতিক লাস ভেগাস তাকে সেরা পুরুষ কৌতুক অভিনেতার ভূষিত করে। [২] ২০১৬ সালে, মাহবুব মার্কিন-ভিত্তিক কমেডি টেলিভিশন চ্যানেল কমেডি সেন্ট্রারে প্রদর্শিত হয়েছিল। তিনি এবিসি রেডিওতে গুড মর্নিং বাংলাদেশ নামক একটি সকাল রেডিও অনুষ্ঠান পরিচালনা করেন। [৩] তিনি ডেইলি স্টার পত্রিকায় নিবন্ধ লেখেন। [৪]

শিক্ষা জীবন[সম্পাদনা]

মাহবুব বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল প্রকৌশল বিষয়ে স্নাতক এবং মিশিগান বিশ্ববিদ্যালয়, অ্যান আবার্বার থেকে স্নাতকোত্তর শেষ করেছেন[২] তিনি যখন ক্যালিফোর্নিয়া, বার্কলে বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন, তখন তিনি সান্দি শোরের স্ট্যান্ডআপ কমেডি কর্মশালায় একটি কোর্স গ্রহণ করেছিলেন। [২][৫]

কর্মজীবন[সম্পাদনা]

১৩ বছর ধরে মাহবুব আমেরিকা যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটর কোম্পানিতে, কাইসেরা ওয়্যারলেস এবং কোয়ালকমের ইঞ্জিনিয়ার এবং আইবিএম এবং নোকিয়া সিমেন্স নেটওয়ার্কস বাংলাদেশের সিইও ছিলেন। [২][৬] মাহবুব ২০০০ এর দশকে যুক্তরাষ্ট্রে স্ট্যান্ড-আপ কমিক হিসাবে অভিনয় করেছিলেন। ২০০৯ সালে তিনি বাংলাদেশে ফিরেছিলেন। তিনি ২০১০ সালে দেশের প্রথম কমেডি ক্লাব, নাভিদ’স কমেডি ক্লাব প্রতিষ্ঠা করেন। [৭]

জুন ২০১২ সাল থেকে মাহবুব লেট নাইট টেলিভিশন টক শো "গ্রামীণফোন উপস্থাপনা - দ্য নাভেদ মাহবুব শো" পরিচালনা করতেন। [৮] তিনি অ্যাডাম স্যান্ডলার এবং রব স্নাইডার সমন্বিত ইউ ডোন্ট মিস উইথ দ্য জোহান ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। [২]

বই[সম্পাদনা]

  • হিউমারাসলি ইউরস এন্ড কাউন্টিং (২০১৫) [৯]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

নাভিদ ১৯৯৮ সালে জারা জাবীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার জয়না ও মরিয়ম নামে দুটি কন্যা সন্তান রয়েছে। [১] তা বাবা মাহবুবুর রহমান বাংলাদেশ সরকারের সচিব ও মা অধ্যাপক আরিফা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। স্ত্রী জারা মাহবুব ব্র্যাক ব্যাংকের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের দায়িত্ব পালন করেন।[১০] বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ এর সংরক্ষিত নারী আসন–৬ এর সংসদ সদস্য।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zara Jabeen Mahbub: A banker with passion"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 
  2. Mahboob, Mahdin (মার্চ ৭, ২০০৮)। "Naveed Mahbub and his stand-up comedy"। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৬ 
  3. "Naveed Mahbub on Comedy Central"। The Daily Star। অক্টোবর ২২, ২০১৬। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৬ 
  4. "Naveed Mahbub"। The Daily Star। নভেম্বর ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৬ 
  5. BanglaNews24.com। "‌এনটিভিতে 'দ্য নাবিদ মাহবুব শো'"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৭ 
  6. "Naveed Mahbub"The Daily Star। জুন ১৬, ২০১৬। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৬ 
  7. Ditan, Tanziral (আগস্ট ১১, ২০১৫)। "Thank God It's Friday"। The Daily Star। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৬ 
  8. "The Naveed Mahbub Show on ntv"। The Daily Star। জুন ১, ২০১২। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৬ 
  9. "Dhaka Lit Fest begins"। The Daily Star। নভেম্বর ২০, ২০১৫। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৬ 
  10. "ইঞ্জিনিয়ার থেকে কমেডিয়ান | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৯