ব্যবহারকারী আলাপ:Goutam1962

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

পাঞ্জাব এডিটাথন পদক[সম্পাদনা]

নিরলস অবদানের জন্য পদক
উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ উপলক্ষ্যে অনুষ্ঠিত বহুভাষী পাঞ্জাব এডিটাথনে শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হলো। মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৭:০২, ১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বুধা থেহ, কপূরথলা নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:

উল্লেখযোগ্য গ্রাম নয়

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Shamim Sarker (আলাপ) ০৮:০৪, ৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

গ্রাম সম্পর্কিত নিবন্ধ[সম্পাদনা]

@Goutam1962: ভাই, আলোচনা সভায় গ্রামের নিবন্ধ সম্পর্কে আলোচনা হচ্ছে, তাই মন্তব্য করার আহবান করছি। আসলে একটি বিষয় হচ্ছে যেখানে বিভাগ, জেলা, তহসিল, ব্লক, পৌরসভা বা শহরের মত গুরুত্বপূর্ণ নিবন্ধ নেই সেখানে গ্রামের মত তথ্যবিহীন (শুধুমাত্র জনসংখ্যা উপাত্ত ছাড়া) নিবন্ধ দিয়ে নিবন্ধের সংখ্যা বাড়ানো ছাড়া আর কি হতে পারে। আর শুধু নিবন্ধ সংখ্যা বাড়ানো উইকির উদ্দেশ্য নয়। তাই আমার ব্যক্তিগত মতামত হল বিভাগ, জেলা, শহরের মত গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো আগে শেষ করুন। কেননা কেউ তথ্য খুজলে গুরুত্বপূর্ণ নাম দিয়ে খুজেঁ। আপনার উইকি সম্পাদনা আনন্দময় হোক, ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০৯:৪৬, ৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমে কপূরথলা জেলা বানিয়ে তারই অন্তর্গত গ্রামগুলি বানাচ্ছিলাম। বাংলায় গুরুত্বপূর্ণ জেলা,শহর সবকিছু তো একা আমার বানান সম্ভব নয়।তাই একটি ধারা বজায় রেখেই কাজটি করছিলাম।

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC_%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0_%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE এরকম নিবন্ধ সম্প্রসারনের জন্য রাখা হলে, যখন পাঞ্জাব এডিটাথন চলছে সেরকম অবস্থায় এই গ্রামগুলিকে কম গুরুত্বপূর্ন বলে ডিলিট করা কতটা যুক্তিপূর্ন সেটা আপনারা ভাবুন। ইংরাজি ওয়িকির নীতিমালা থেকে বাংলার নীতিমালার এতটা তফাত দেখে লেখায় নিরুৎসাহ বোধ করছি। Goutam1962 (আলাপ) ১২:৪৫, ৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@Goutam1962: ভাই, হতাশ হওয়ার কোন কারণ নেই। আর ইংরেজি অনেক বড় উইকি সেখানে অনেক ভাল নিবন্ধ রয়েছে যা বাংলাতে নেই। ভাল নিবন্ধ বৃদ্ধির জন্য আমরা ব্যবহারকারীরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কাজ করে থাকি তাই সিদ্ধান্তে পৌছাতে আলোচনা সভা/গ্রামের নিবন্ধ এ আপনার মন্তব্য কাম্য। ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০২:২৫, ৬ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
Goutam1962 ব্যবহারকারী দ্বারা এ এডিটাথনে তৈরি দুইটি নিবন্ধ অপসারণ করা উচিৎ হয়নি বলে আমি মনে করি -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ০৮:২৪, ৬ আগস্ট ২০১৬‎ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ মৌর্য্য। তবে আমার করা বাকি ছোট গ্রামের নিবন্ধগুলো এখনো অপসারিত হয়নি কেন? Goutam1962 (আলাপ) ০৯:৫৮, ২৮ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পশ্চিমবঙ্গ টিটিটি এবং মিনি টিটিটি[সম্পাদনা]

নমস্কার, পশ্চিমবঙ্গ টিটিটি এবং মিনি টিটিটি-তে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। এই উইকি কর্মশালা ৭ এবং ৮ জানুয়ারী কলকাতার WB National University of Juridical Sciences or NUJS, Kolkata (No.12, LB Block, Dr. Ambedkar Bhavan, Sector III, Salt Lake City, Kolkata, West Bengal 700098) তে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ পূর্বক মনে রাখুন-

  1. উইকি কর্মশালা ঠিক ১০ ঘটিকায় শুরু হবে।
  2. দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
  3. আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
  4. যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।

আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন: m:Mini TTT and MWT Kolkata 2017

ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস এবং অনন্যা মণ্ডল (আয়োজক) (MediaWiki message delivery (আলাপ) ২১:২১, ৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) দ্বারা প্রেরিত)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Goutam1962,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]

প্রিয় Goutam1962,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

চিত্র যোগ পদক[সম্পাদনা]

চিত্র যোগ পদক
সুপ্রিয় Goutam1962,
উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১-এ অংশ নিয়ে, উইকিপিডিয়াকে আরও রঙ্গিন এবং প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই পদক প্রদান করা হল। আশা করি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেবার আন্দোলনে আপনার পথচলা অব্যাহত থাকবে। বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২৩:৩৯, ৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে এই ফরমটি পূরণ করুন[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে চিত্র যোগ করার উদ্দেশ্যে আয়োজিত "উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ" প্রতিযোগিতায় অংশ নিয়ে অবদান রাখায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি শীর্ষ ২০ জনের একজন ছিলেন। আপনাকে ই-সনদ প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। দয়া করে এই ফরমটি পূরণ করুন। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে — অংকন (আলাপ) ০০:২০, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Goutam1962: আপনাকে ফর্মটি পূরণ করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি। -- অংকন (আলাপ) ১৩:০৭, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]