আলাপ:কিরগিজস্তান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের শিরোনাম[সম্পাদনা]

@NahidSultan:@আফতাবুজ্জামান:, কোথাও কির্গিজস্তান, কোথাও কিরগিজস্তান আবার কোথাও কিরগিজিস্তান। আসলে কোনটি সঠিক বাংলা হবে। একটি বানানেই সকল শিরোনাম থাকা দরকার বলে মনে করি।>>কায়সার আহমাদ (আলাপ) ০৯:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Kayser Ahmad: তিনটা নামই সঠিক। কির্গিজস্তান ও কিরগিজস্তান-এর মধ্যে বানানগত পার্থক্য নেই (র বাদে) ও দুইটাই সঠিক। অন্যদিকে দেশটি কিরগিজিস্তান নামেও পরিচিত। বাংলায় প্রচলিত বানান ধরলে "কিরগিজস্তান" অধিক প্রচলিত দেখতে পাচ্ছি। বেশীরভাগ সংবাদপত্র এই বানান লিখে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সকল নিবন্ধ শিরোনামে কিরগিজস্তান করার প্রস্তাব করছি। >>কায়সার আহমাদ (আলাপ) ০১:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান:, এই আলাপ পাতাটিও স্থানান্তর করুন। কায়সার আহমাদ (আলাপ) ১৬:৩৬, ৩১ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

"কিরগিজস্তান" নিবন্ধটি সংশোধন করুন[সম্পাদনা]

সুপ্রিয় @মোহাম্মদ হাসানুর রশিদ: বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার মানোন্নয়নকৃত কিরগিজস্তান নিবন্ধটি আমি পর্যালোচনা করছি। কিন্তু লক্ষ্য করেছি, পুরো নিবন্ধ জুড়েই যান্ত্রিকতার ছোঁয়া রয়েছে। তাই নিবন্ধটি সংশোধন করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক আপনি পুরো নিবন্ধটি আরেকবার পড়ে যেসব বাক্য আপনার কাছে "যান্ত্রিক" মনে হয়, তা সংশোধন করে আমাকে জানান। যথাযথভাবে সংশোধন করা হলে আমি নিবন্ধটি গ্রহণ করব। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১০:২০, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পর্যালোচনার অনুরোধ[সম্পাদনা]

প্রিয় @MS Sakib:, সংশোধন করা হয়েছে, পড়ে দেখার অনুরোধ রইল। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৭:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]