কাঞ্চনা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৭′৫″ উত্তর ৯২°০′৪১″ পূর্ব / ২২.১১৮০৬° উত্তর ৯২.০১১৩৯° পূর্ব / 22.11806; 92.01139
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাঞ্চনা
ইউনিয়ন
৪নং কাঞ্চনা ইউনিয়ন পরিষদ
কাঞ্চনা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কাঞ্চনা
কাঞ্চনা
কাঞ্চনা বাংলাদেশ-এ অবস্থিত
কাঞ্চনা
কাঞ্চনা
বাংলাদেশে কাঞ্চনা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৭′৫″ উত্তর ৯২°০′৪১″ পূর্ব / ২২.১১৮০৬° উত্তর ৯২.০১১৩৯° পূর্ব / 22.11806; 92.01139 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরমজান আলী
আয়তন
 • মোট১৩.৫৩ বর্গকিমি (৫.২২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,৫৭৫
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯.৩১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কাঞ্চনা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

কাঞ্চনা ইউনিয়নের আয়তন ৩৩৪৪ একর (১৩.৫৩ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাঞ্চনা ইউনিয়নের লোকসংখ্যা ২১,৫৭৫ জন। এর মধ্যে পুরুষ ১০,১৬৪ জন এবং মহিলা ১১,৪১১ জন।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সাতকানিয়া উপজেলার পশ্চিমাংশে কাঞ্চনা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে চরতী ইউনিয়নআমিলাইশ ইউনিয়ন, পূর্বে আমিলাইশ ইউনিয়নএওচিয়া ইউনিয়ন, দক্ষিণে এওচিয়া ইউনিয়ন এবং পশ্চিমে এওচিয়া ইউনিয়নবাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন অবস্থিত।

নামকরণ[সম্পাদনা]

জনশ্রুতি আছে, প্রাচীনকালে এ গ্রামের নৈসর্গিক সৌন্দর্য্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও আধ্যাত্মিক সাধনার আবাসভূমি ইত্যাদির খ্যাতিতে আকৃষ্ট হয়ে সুদূর আরব দেশ থেকে কতিপয় আউলিয়া দরবেশ বসতি স্থাপনের লক্ষ্যে এবং তাদের আধ্যাত্মিক সাধনার ক্ষেত্র হিসাবে এ গ্রামকে গড়ে তুলতে চেয়েছিলেন। তারা গ্রামের জনগণের কাছ থেকে কাঞ্চন বা স্বর্ণের দামে গ্রামটি কিনে নিতে চাইলেন। কিন্তু স্বাধীনতা প্রিয় এ গ্রামবাসী কাঞ্চনের বিনিময়ে হস্তান্তর করতে চাইলেন না। একদিকে আউলিয়া দরবেশগণ গ্রামের মূল্য হিসেবে দিতে চাই কাঞ্চন আর অপর দিকে গ্রামের জনগণের জবাব না, উভয় মিলে হয় কাঞ্চনা

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

কাঞ্চনা ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি কাঞ্চনা মৌজা নিয়েই গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • দক্ষিণ কাঞ্চনা
  • মধ্য কাঞ্চনা
  • উত্তর কাঞ্চনা

[২]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

কাঞ্চনা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৩১%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাদ্রাসা
  • কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • দারুল ইহসান মহিলা দাখিল মাদ্রাসা
  • আম্বিয়া দানু ট্রাস্ট এবতেদায়ী মাদ্রাসা
  • শাহ্ আব্দুল মজিদ রহঃ নুরানী মাদ্রাসা

[৩]

মাধ্যমিক বিদ্যালয়
  • আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইন্সটিটিউট
  • কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়
  • দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়

[৪]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কাঞ্চনা কামাল উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চনা এ আই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চনা পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চনা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কাঞ্চনা গুড়গুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৫]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কাঞ্চনা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সাতকানিয়া-চরতী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

কাঞ্চনা ইউনিয়নে ১৮টি মসজিদ, ৫টি ঈদগাহ ও ৫টি মন্দির রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

কাঞ্চনা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গহরচরী খাল, বুড়াচরী খাল এবং এওচিয়া ছড়ার খাল।[৬]

হাট-বাজার[সম্পাদনা]

কাঞ্চনা ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল জোট পুকুরিয়া বাজার, মনু ফকির হাট এবং লতাপীরের বাজার। [৭]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • ঐতিহ্যবাহী কাজীর জামে মসজিদ
  • জলপীর শাহ্ রহঃ মাজার শরীফ
  • আব্দুল কাদের জিলানি রহঃ মাজার শরীফ
  • দক্ষিণ কাঞ্চনা সুইস গেইট, যা ব্রিটিশরা তৈরি করেছিল।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: রমজান আলী[৮]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ছৈয়দ রফিকুর রহমান ১৯৫৮-১৯৬২
০২ আব্দুর রহিম ১৯৬৩-১৯৬৭
০৩ ডাঃ বি এম ফয়েজুর রহমান ১৯৬৮-১৯৬৯
০৪ নুর আহমদ (ভারপ্রাপ্ত) ১৯৭০-১৯৭২
০৫ ফোরক আহমদ ১৯৭৩-১৯৭৭
০৬ আব্দুল হাকিম ১৯৭৮
০৭ জহিরুল হক ১৯৭৮-১৯৮২
০৮ আনোয়ারুল হক কাদেরী ১৯৮৩-১৯৮৭
০৯ আতাউর রহমান ১৯৮৮-১৯৯১
১০ আনোয়ারুল হক কাদেরী ১৯৯২-১৯৯৭
১১ আতাউর রহমান ১৯৯৮-২০০০
১২ আবু শাহ আলম লেদু ২০০১-২০০২
১৩ মাওলানা মোজাফফর আহমদ ২০০৩-২০১৬
১৪ রমজান আলী ২০১৬-বর্তমান

[৯]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"kanchanaup.chittagong.gov.bd। ১২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 
  3. "মাদ্রাসা - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"kanchanaup.chittagong.gov.bd 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"kanchanaup.chittagong.gov.bd 
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=13[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "খাল ও নদী - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"kanchanaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"kanchanaup.chittagong.gov.bd 
  8. "রমজান আলী - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"kanchanaup.chittagong.gov.bd। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 
  9. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"kanchanaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]