সাতক্ষীরা মেডিকেল কলেজ

স্থানাঙ্ক: ২২°৪১′২৪″ উত্তর ৮৯°০২′৪৯″ পূর্ব / ২২.৬৯০১° উত্তর ৮৯.০৪৬৯° পূর্ব / 22.6901; 89.0469
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাতক্ষীরা মেডিকেল কলেজ
ধরনসরকারী মেডিকেল কলেজ
স্থাপিত২০১১ (2011)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষডা-রুহুল কুদ্দুছ
পরিচালকডা- কুদরত-ই-খোদা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৬০+
শিক্ষার্থী৩১০
স্নাতক৩১০
অবস্থান
বাকাল, সাতক্ষীরা
,
২২°৪১′২৪″ উত্তর ৮৯°০২′৪৯″ পূর্ব / ২২.৬৯০১° উত্তর ৮৯.০৪৬৯° পূর্ব / 22.6901; 89.0469
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাইংরেজি
মানচিত্র
সাতক্ষীরা মেডিকেল কলেজ
সাতক্ষীরা মেডিকেল কলেজের নির্মাণকাজ(অক্টোবর ২০১৮)

সাতক্ষীরা মেডিকেল কলেজ বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান।[১] সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়; যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন প্রতিষ্ঠিত মেডিকেল কলেজগুলো মধ্যে ১ম পূর্নাঙ্গ ক্যাম্পাস। এখানে ১ বছর মেয়াদি হাতে-কলমে শিখনসহ স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এমবিবিএস শিক্ষাক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ; প্রতিবছর ৬৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০১১ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।[৩][৪] ২০১২ সালের ১৩ জানুয়ারি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। সাতক্ষীরা শহরের কাটিয়া নামক স্থানে একটি ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। কলেজের সাথে ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু করা হয়েছিল। বর্তমানে তা ৫০০ শয্যা। [৫]

হাসপাতাল[সম্পাদনা]

কলেজ প্রাঙ্গনেই রয়েছে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালে আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগ সহ রয়েছে আধুনিক রোগনির্ণয় যন্ত্রপাতি, আল্ট্রাসাউন্ড, এক্স-রে, সিটি-স্ক্যান, এম আর আই যন্ত্র। রয়েছে আধুনিক সুবিধা সমৃদ্ধ প্যাথলজি ডিপার্টমেন্ট, অত্যাধুনিক ওটি, আল্ট্রা ক্লিন ওটি, ইমার্জেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, লিফট সুবিধাসহ নানাবিধ সুবিধা। অল্পসময়ের মধ্যেই এই হাসপাতাল সাতক্ষীরাবাসীর আস্থার অপর নাম হয়ে দাড়িয়েছে। প্রতিদিন প্রায় কয়েক হাজার রোগীর সেবা দিয়ে আসছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল।

বিভাগসমূহ[সম্পাদনা]

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগগুলো হলঃ[৫]

ক. প্রি-ক্লিনিক্যাল

  • এনাটমি
  • ফিজিওলজি
  • বায়োকেমিস্ট্রি


খ. প্যারা-ক্লিনিক্যাল

  • কমিউনিটি মেডিসিন
  • ফরেনসিক মেডিসিন & টক্সিকোলজি
  • প্যাথলজি
  • মাইক্রোবায়োলজি
  • ফার্মাকোলজি


গ. ক্লিনিক্যাল

  • মেডিসিন বিভাগ
  • সার্জারি বিভাগ
  • গাইনি বিভাগ
  • নাক, কান, গলা বিভাগ
  • শিশু বিভাগ
  • শিশু-সার্জারি বিভাগ
  • অর্থোপেডিক্স বিভাগ
  • অর্থো-সার্জারি বিভাগ
  • চক্ষু বিভাগ
  • চর্ম ও যৌন বিভাগ
  • কার্ডিওলজি বিভাগ
  • নেফ্রোলজি
  • ইউরোলজি
  • সাইকিয়াট্রি
  • দন্ত বিভাগ

অধ্যক্ষবৃন্দ[সম্পাদনা]

  • অধ্যাপক ডাঃ এস জেড আতিক (২০১২-২০১৪)
  • অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমান (২০১৫-২০২১)
  • অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস (২০২১- বর্তমান)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শিক্ষা প্রতিষ্ঠানসমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা" (পিডিএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - স্বাস্থ্য অধিদপ্তর। ২২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫ 
  3. "৯বছরেও চালু হয়নি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ"Jamuna Television। ২০২০-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 
  4. "সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 
  5. "সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু"bangla.bdnews24.com। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]