ব্যবহারকারী আলাপ:Shebu Islam

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ভাই, প্রয়োজনীয় সম্পাদনা উপরেরর পাতায় থাকা নির্দিষ্ট পাতাতে গিয়ে তারপর করুন। সরাসরি উপরের পাতাতে নিবন্ধ লিখবেন না। ব্যবহারকারীরা যাতে একই নামে বিভ্রান্ত না হন সেজন্য দ্ব্যর্থতা নিরসন পাতা তৈরি করা হয়। ধন্যবাদ। --যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২২, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ডিসেম্বর 2017[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন হোম-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১১, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বাইরের কোন সাইট থেকে কপি পেস্ট করবেন না[সম্পাদনা]

বাইরের কোন সাইট থেকে কপি পেস্ট করবেন না। এখানে বিশ্বকোষীয় নিবন্ধ লেখার চেষ্টা করুন। আপনার স্বাগত বার্তাতে অনেক উপায় দেখানো আছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৮, ৯ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কৃত্রিম তালিকাটি[সম্পাদনা]

আমি ব্যবহারকারী:Shebu Islam/কৃত্রিম পাতায় স্থানান্তর করে দিয়েছি। এটা আপনার ব্যক্তিগত জায়গা, যেখানে এরকম আরও তালিকা ও পাতা আপনি তৈরি করতে পারেন। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৩২, ১১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Shebu Islam। আলাপ:ওম মানি পদ্মে হুম পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০২:১৩, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

মেরাজ (আলাপ) ০২:১৩, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ সম্পর্কিত[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করার সময় দয়া করে ব্যকরন ঠিক রাখুন এবং সঠিক বাংলা পরিভাষা ব্যবহার করুন। ধন্যবাদ। Soumyapatra13 (আলাপ) ১১:১৩, ২৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি) Soumyapatra13 (আলাপ) ১১:১৩, ২৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ফিনিশ বেসামরিক যুদ্ধ নিবন্ধের অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী:Shebu Islam

প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় আপনার সম্পাদনার জন্য আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু আপনি যখন ইংরেজি থেকে বাংলায় কিছু অনুবাদ করছেন, আপনার ভাষা আদৌ সাবলীল বাংলা হচ্ছে না। বহু বাক্য এবং তার বিন্যাস ব্যাকরণগতভাবে ঠিক হচ্ছে না, ফলে ঠিকমতো অর্থ বহন করছে না এবং সুখপাঠ্যও হচ্ছে না। উদাহরণস্বরূপ উপরিউক্ত নিবন্ধ থেকেই দু'একটি উদাহরণ তুলে দিচ্ছি -

  1. একটি স্বাধীন রাষ্ট্রের রাশিয়ান সাম্রাজ্যের একটি মহান ডাচি থেকে দেশের রূপান্তরের সময় ফিনল্যান্ড নেতৃত্ব এবং নিয়ন্ত্রণের জন্য একটি দ্বন্দ্ব ছিল। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ (পূর্ব সদর) দ্বারা সৃষ্ট জাতীয়, রাজনৈতিক ও সামাজিক অশান্তির প্রসঙ্গে সংঘর্ষ সংঘটিত হয়। (মহান ডাচি ?? গ্র্যান্ড ডাচির এরকম অদ্ভুত অনুবাদ সত্যিই বিসদৃশ্য। 'দেশের' রূপান্তর ! না হওয়া উচিত 'দেশে' রূপান্তর? 'নেতৃত্ব ও নিয়ন্ত্রণের জন্য একটি দ্বন্দ্ব ছিল' - এই বাক্যাংশের সাথে 'ফিনল্যান্ড' শব্দটির ঠিক কী সম্পর্ক ! অংশটির কর্তা কে, কর্মও বা কী? দ্বিতীয় বাক্যটির গঠন নৈর্ব্যক্তিক বা passive, কিন্তু বাংলায় এরকমের কোনও বাক্য কী স্বাভাবিক !)
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে রাশিয়ান সাম্রাজ্যের পতন ঘটে যার ফলে ফিনল্যান্ডে বিদ্যুৎ শূন্যস্থান ঘটেছিল ... (প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে রুশ সাম্রাজ্যের পতন ঘটেনি। আর 'বিদ্যুৎ শূন্যস্থান' বিষয়টা কী?)

উদাহরণ বাড়াচ্ছি না, কিন্তু সমগ্র নিবন্ধটিতেই এইরকম অদ্ভুত বাংলার নিদর্শনের ছয়লাপ। আপনাকে দেখলাম এর আগেও এইভাবে অনুবাদের বিষয়ে সতর্ক হতে অনুরোধ করা হয়েছে। আমি আবারও সেই একই অনুরোধ করছি। সেই সঙ্গে একটি প্রশ্নও করছি, আপনি আপনার নিজের লেখা নিবন্ধ থেকে রুক্ষ অনুবাদ ট্যাগটি অপসারণ করেছেন কেন? যদি আপনার অনুবাদের ত্রুটি সংশোধিত হয়, অন্য কেউ নিশ্চয়ই সেই ট্যাগ অপসারণ করে দেবেন। আপনার দিক থেকে তো বরং অনুবাদের ত্রুটিগুলি দূর করার দিকেই আগে নজর দেওয়া উচিত ছিল।

যদি আমার পরামর্শ মানেন, তবে সরাসরি অনুবাদ না করে বরং বিষয়টি ইংরেজি বা অন্য ভাষায় পড়ে জানুন, কিন্তু লেখার সময় নিজে লিখুন। দেখবেন, তাতে এইধরনের বিসদৃশ্য ভাষার ত্রুটি নিজে থেকেই দূর হয়ে যাবে। ধন্যবাদসহ --অরিন্দম মৈত্র (আলাপ) ১৭:০৬, ২৯ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন[সম্পাদনা]

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।

ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ২১:২০, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কারণ এর বয়স নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:

এই নিবন্ধটি "দ্য এজ অফ রিজন" নিবন্ধের অন্য শিরোনামে অনুলিপি

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Soumyapatra13 (আলাপ) ১১:৩২, ২৬ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Share your experience and feedback as a Wikimedian in this global survey[সম্পাদনা]

WMF Surveys, ১৮:১৯, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি যোগ বন্ধ করুন[সম্পাদনা]

দয়া করে নিবন্ধে ইংরেজি যোগ করা বন্ধ করুন। বাংলা উইকিপিডিয়া উইকিঅভিধান নয় যে প্রতিটি শিরোনামের ইংরেজি কি তা নিবন্ধে উল্লেখ করতে হবে। --আফতাব (আলাপ) ২২:২১, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Reminder: Share your feedback in this Wikimedia survey[সম্পাদনা]

WMF Surveys, ০১:১৭, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[সম্পাদনা]

WMF Surveys, ০০:২৭, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় Shebu Islam,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Shebu Islam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Shebu Islam,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১৩, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]