হিমেজি দুর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিমেজি দুর্গ
姫路城
হিমেজি, হিয়োগো প্রশাসনিক অঞ্চল, জাপান
মে ২০১৫ তে হিমেজি দুর্গ
ছাদ ও দেওয়ালে পাঁচ বছরব্যাপী পুনর্গঠনের পর ২০১৫-এর মে মাসে হিমেজি দুর্গ
ধরনআজ়ুচি-মোমোইয়ামা দুর্গ [১]
উচ্চতা৪৬.৪ মি (১৫২ ফু) [২]
সাইটের তথ্য
অবস্থাস্থিতিশীল, সংরক্ষণের জন্য পুনর্গঠনের কাজ সম্প্রতি সমাপ্ত হয়েছে [৩]
সাইটের ইতিহাস
নির্মিত
  • ১৩৩৩, ১৩০০ (হিমেয়ামা কেল্লা/দুর্গ) [৪]
  • ১৫৮১ (পরিবর্ধন) [৪]
  • ১৬০১-১৬০৯ (পরিবর্ধন) [৪]
  • ১৬১৭-১৬১৮ (পরিবর্ধন) [৫][৬]
নির্মাতা
ব্যবহারকাল১৩৩৩-১৮৬৮ [৪][৭]
উপকরণকাঠ, পাথর, প্লাস্টার, টালি [৬]
ভেঙ্গে ফেলেছে
  • ১৩৪৬ (পুনর্গঠনের জন্য ধ্বংস) [৪]
  • ১৬০১-১৬০৯ (পুনর্গঠনের জন্য ধ্বংস) [৬]
রক্ষীসেনা তথ্য
রক্ষীসেনা
  • ~৫০০ (ইকেদা পরিবার, সেনাদল) [৬]
  • ~৪,০০০ (হোন্দা পরিবার, সেনাদল) [৬]
  • ~৩,০০০ (সাকাবুরা পরিবার, সেনাদল) [৬]
  • ~২,২০০ (সাকাই পরিবার, সেনাদল) [৬]
হিমেজি-জো
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানহিয়োগো প্রশাসনিক অঞ্চল
জাপান
মানদণ্ডসাংস্কৃতিক: i, iv
সূত্র৬৬১
তালিকাভুক্তকরণ১৯৯৩ (১৭তম সভা)
স্থানাঙ্ক৩৪°৫০′০০″ উত্তর ১৩৪°৪২′০০″ পূর্ব / ৩৪.৮৩৩৩৩° উত্তর ১৩৪.৭০০০০° পূর্ব / 34.83333; 134.70000
হিমেজি দুর্গ জাপান-এ অবস্থিত
হিমেজি দুর্গ
জাপানে অবস্থান

হিমেজি দুর্গ (姫路城, হিমেজি-জো) হল জাপানের হিয়োগো প্রশাসনিক অঞ্চলের হিমেজি-তে পাহাড়ের উপর নির্মিত একটি দুর্গসামন্ততান্ত্রিক যুগে নির্মিত, উৎকৃষ্ট প্রতিরক্ষা-ব্যবস্থা সংবলিত ৮৩ টি ভবনের সমন্বয়ে গঠিত দুর্গটিকে প্রথাগত জাপানি দুর্গ-স্থাপত্যের শ্রেষ্ঠ নমুনা হিসেবে গণ্য করা হয়।[৮] উজ্জ্বল সাদা রঙ এবং গঠনগতভাবে জনমানসে উড্ডয়নোন্মুখ পাখির সাথে সাদৃশ্য থাকার জন্য দুর্গটিকে হাকুরো-জো বা শিরাসাগি-জো (সাদা সারস দুর্গ)-ও বলা হয়।[৭][৯]

আকামাৎসু নোরিমুরা কর্তৃক ১৩৩৩ খ্রিঃ হিমেয়ামা পাহাড়ের উপর একটি কেল্লা নির্মাণের মাধ্যমে হিমেজি দুর্গের দীর্ঘ ইতিহাসের সূচনা হয়। ১৩৪৬ খ্রিঃ কেল্লাটি ধ্বংস করে হিমেয়ামা দুর্গ নাম দিয়ে পুনর্নির্মাণ করা হয়। এর দুই শতাব্দী বাদে ১৫৮১ খ্রিঃ হিমেজি দুর্গ নাম দিয়ে এর পরিবর্ধিত সংস্করণ নির্মিত হয়। এই সময়ে নির্মাতা তোয়োতোমি হিদেয়োশি দুর্গের একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল একটি তিনতলা কীপ। ১৬০০ খ্রিঃ তোকুগাওয়া ইএআসু সেকিগাহারার যুদ্ধে সাহায্যের জন্য সহযোগী ইকেদা তেরুমাসাকে দুর্গটি উপহার দেন। ইকেদা ১৬০১ থেকে ১৬০৯ খ্রিঃ পর্যন্ত দুর্গটির আমূল সংস্কার করেন এবং একটি সুগঠিত দুর্গনগরী নির্মাণ করেন।[৪] পরবর্তীতে ১৬১৭ ও ১৬১৮ খ্রিঃ হোন্দা তাদামাসা এই দুর্গে আরও অনেক ভবন যোগ করেন।[৬] দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিমেজি নগরে বোমাবর্ষণ ও ১৯৯৫ খ্রিঃ হান্‌শিন্‌ মহাভূকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে ৪০০ বছরেরও বেশি সময় ধরে হিমেজি দুর্গ টিকে আছে।[৪][৩][১০]

হিমেজি দুর্গ জাপানের অন্যতম বৃহত্তম দুর্গ ও দেশের সর্বাপেক্ষা আকর্ষণীয় পর্যটনস্থলগুলির একটি। ১৯৯৩ খ্রিঃ জাপান থেকে নথিভুক্ত প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহের অন্যতম ছিল এই দুর্গ।[৩] দুর্গের মাঝখানের পরিখা-বেষ্টিত এলাকাটিকে বিশেষ ঐতিহাসিক অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে, এবং দুর্গের অন্তর্গত পাঁচটি স্থাপত্যকর্মকে জাতীয় সম্পদ হিসেবেও গণ্য করা হয়।[৬][১১] মাৎসুমোতো দুর্গকুমামোতো দুর্গের সাথে হিমেজি দুর্গকে জাপানের তিনটি প্রধান দুর্গের অন্যতম বলে গণ্য করা হয়।[১২] দুর্গের ভবনগুলি সংরক্ষণের জন্য বহু বছর ব্যাপী সংস্কারের পর ২০১৫ খ্রিঃ ২৭শে মার্চ আবার জনগণের দর্শনার্থে খুলে দেওয়া হয়েছে।[১৩]

ইতিহাস[সম্পাদনা]

প্রাচীন হারিমা রাজ্যের শাসক আকামাৎসু নোরিমুরার তত্ত্বাবধানে ১৩৩৩ খ্রিঃ হিমেয়ামা পাহাড়ে একটি কেল্লার নির্মাণকাজ আরম্ভ হয়।[৪] ১৩৪৬ খ্রিঃ তার পুত্র সাদোনোরি কেল্লাটি ভেঙে সেই স্থানে নতুন করে হিমেয়ামা কেল্লা নির্মাণ করেন।[৪] ১৫৪৫ খ্রিঃ কোদেরা গোষ্ঠীর আদেশানুসারে কেল্লাটি কুরোদা গোষ্ঠীর আসন হয়, এবং সামন্ত শাসক কুরোদা শিগেতাকা কেল্লাটিকে হিমেজি দুর্গ নাম দিয়ে পুনর্নির্মাণ করেন। ১৫৬১ খ্রিঃ এই পুনর্নির্মাণ সম্পন্ন হয়।[৪][১৪] ১৫৮০ খ্রিঃ কুরোদা য়োশিতাকা, তোয়োতোমি হিদেয়োশিকে দুর্গটি উপহার দেন। হিদেয়োশি ১৫৮১ খ্রিঃ দুর্গটির উল্লেখযোগ্য সংস্কার করেন, যার অন্তর্গত ছিল প্রায় ৫৫ মি (৫৯০ ফু) ক্ষেত্রফলবিশিষ্ট একটি নতুন তিনতলা কীপ[৬][১৪]

১৬০০ খ্রিঃ সেকিগাহারার যুদ্ধের পর তোকুগাওয়া ইএআসু যুদ্ধে সাহায্যের জন্য ইকেদা তেরুমাসাকে দুর্গটি পুরস্কার দেন।[৪] ইকেদা তেরুমাসা তিনতলা কীপটি ধ্বংস করে দেন এবং ১৬০১ থেকে ১৬০৯ খ্রিঃ পর্যন্ত সম্পূর্ণ দুর্গের পুনর্নির্মাণ করেন। এই সময়ই তিনটি পরিখাবেষ্টিত বর্তমান রূপে হিমেজি দুর্গের আবির্ভাব।[৪][৬] এই পুনর্নির্মাণে নিযুক্ত মোট শ্রমের পরিমাণ আনুমানিক আড়াই কোটি শ্রম দিবস ধরা হয়।[৪] তেরুমাসা ১৬১৩ খ্রিঃ মারা যান এবং দুর্গের উত্তরাধিকারী তার পুত্রও এর তিন বছর পর মারা যান।[৫] ১৬১৭ খ্রিঃ হোন্দা তাদামাসা ও তার পরিবার দুর্গের উত্তরাধিকার লাভ করেন। তাদামাসা দুর্গে অনেকগুলি নতুন ভবন যোগ করেন। এগুলির মধ্যে একটি হল তার পুত্রবধূ রাজকুমারী সেন্‌ (千姫, সেন্‌হিমে)-এর জন্য একটি পৃথক ভবন।[৫]

মেইজি যুগে (১৮৬৮-১৯১২) অনেকগুলি জাপানি দুর্গ ধ্বংস করে দেওয়া হয়।[৩] ১৮৭১ খ্রিঃ হিমেজি দুর্গ পরিত্যক্ত হয় এবং দুর্গের অনেকগুলি দালান ও তোরণ ধ্বংস করে সেনা ছাউনি গঠন করা হয়।[৬][১৪] সরকারী নীতি অনুযায়ী সমগ্র দুর্গটিকেই ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু নাকামুরা শিগেতো নামক জনৈক সামরিক কর্নেলের চেষ্টায় হিমেজি দুর্গ রক্ষা পায়।[৬] দুর্গের প্রথম তোরণ হীরক তোরণ (菱門, হিশিমোন্‌)-এর মধ্যে নাকামুরার সম্মানে একটি পাথরের সৌধ স্থাপন করা হয়। তবে হিমেজি দুর্গ রেহাই পেলেও সাধারণভাবে জাপানে দুর্গের প্রচলন শেষ হয়ে গিয়েছিল এবং দুর্গের রক্ষণাবেক্ষণ হয়ে উঠেছিল ব্যয়বহুল।[৬]

দুর্গ চত্বরের সম্মুখদৃশ্য
দুর্গ চত্বরের সম্মুখদৃশ্য
১৭৬১ খ্রিঃ আঁকা দুর্গ চত্বরের ছবি
১৭৬১ খ্রিঃ আঁকা দুর্গ চত্বরের ছবি

১৮৭১ খ্রিঃ হান সামন্ততন্ত্রের লুপ্তির পর হিমেজি দুর্গ নিলামে ওঠে।[৬] জনৈক হিমেজিবাসী ২৩ জাপানি ইয়েন (বর্তমান মূল্য ২,০০,০০০ ইয়েন বা ২,২৫৮ মার্কিন ডলার) দিয়ে দুর্গটি কিনে নেন।[৬] ক্রেতার ইচ্ছা ছিল দুর্গটি ভেঙে ফেলে জমিটি অন্য কাজে নিয়োগ করবেন, কিন্তু দুর্গ ভাঙার খরচ অত্যধিক প্রমাণিত হওয়ায় হিমেজি দুর্গ আবার রক্ষা পায়।[৬]

১৯৪৫ এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিমেজি ভারী বোমাবর্ষণের শিকার হয়। হিমেজি দুর্গের পার্শ্ববর্তী অধিকাংশ অঞ্চল ভূমিসাৎ হয়ে গেলেও দুর্গটি এবারেও অক্ষত থাকে।[৮] একটি আগুন-বোমা দুর্গের ছাদে এসে পড়েছিল, কিন্তু ফাটেনি।[১৫] দুর্গ চত্বর সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৫৬ খ্রিঃ থেকে ৫৫ কোটি ইয়েন ও ২,৫০,০০০ শ্রম দিবস খরচ করে মেরামতির কাজ শুরু হয়।[৬][১৪] ১৯৯৫ এর জানুয়ারি মাসে হিমেজি নগর হান্‌শিন্‌ মহাভূকম্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আবারও হিমেজি দুর্গ অক্ষত থাকে; দুর্গের উপরতলায় রাখা সাকে-র বোতলটি পর্যন্ত ভূকম্পের পর যথাস্থানে ছিল।[১০] এর দ্বারা হিমেজি দুর্গের ভূকম্পরোধী স্থাপত্যের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়।[১০]

দুর্গ চত্বরের কেন্দ্রে "তিন দেশের পরিখা"
দুর্গ চত্বরের কেন্দ্রে "তিন দেশের পরিখা"

ঐতিহাসিক স্বীকৃতি[সম্পাদনা]

১৯৯৩ এর ১১ই ডিসেম্বর ইউনেস্কো হিমেজি দুর্গকে জাপানের অন্যতম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।[৬][৩][৮] দুর্গ চত্বরের অন্তর্গত পাঁচটি স্থাপত্যকীর্তিকে জাতীয় সম্পদের মর্যাদা দেওয়া হয়; যথা: দুর্গের কীপ (天守閣, তেন্‌শুকাকু), বায়ুকোণের ছোট মিনার (乾小天守, ইনুই শোওতেন্‌শু), পশ্চিমের ছোট মিনার (西小天守, নিশি শোওতেন্‌শু), পূর্বের ছোট মিনার (東小天守, হিগাশি কোতেন্‌শু) এবং , রো, হা, নি-দালানসমূহ (イ, ロ, ハ, ニの渡櫓, ই, রো, হা, নি নো ওয়াতারিয়াগুরা)[১১] দুর্গের মধ্যবর্তী পরিখাবেষ্টিত অঞ্চল একটি ঘোষিত বিশেষ ঐতিহাসিক স্থান[৬]

মাৎসুমোতো দুর্গকুমামোতো দুর্গের সাথে হিমেজি দুর্গকে জাপানের তিনটি প্রধান দুর্গের অন্যতম হিসেবে গণ্য করা হয়।[১২] এটি জাপানের সর্বাধিক দর্শনার্থী আকর্ষণকারী দুর্গও বটে; প্রতি বছর ৮ লক্ষ ২০ হাজার মানুষ দুর্গটি দেখতে যান।[৪][৩] ২০১০ এর এপ্রিল মাসে হিমেজি দুর্গের ভবনগুলির সার্বিক সংস্কার আরম্ভ হয়, এবং ২০১৫ এর ২৭শে মার্চ এই কর্মকাণ্ডের শেষে জনসাধারণের জন্য দুর্গটি পুনরায় উন্মুক্ত হয়।[১৩]

নকশার খুঁটিনাটি[সম্পাদনা]

হিমেজি দুর্গ জাপানের বৃহত্তম দুর্গ[৩] একে প্রথাগত জাপানি দুর্গ-স্থাপত্যের একটি আদর্শ উদাহরণ বলা যায়; দুর্গ চত্বরে এই স্থাপত্যের অনুসারী বহু বৈশিষ্ট্য রয়েছে।[৮] হিমেজি দুর্গের বাঁকা দেওয়ালগুলিকে কখনও কখনও দৈত্যাকার পাখা (扇子, সেন্‌সু)-র সাথে তুলনা করা হয়। দুর্গে ব্যবহৃত মূল উপাদান দুটি হল পাথর ও কাঠ।[৬][৭] দুর্গটির দীর্ঘ ইতিহাসের বিভিন্ন সময়ে যে সমস্ত সামন্ত পরিবার এর মালিক হয়েছেন, তাদের প্রতীক (, মোন) দুর্গ জুড়ে খোদাই করা আছে।[৬]

A depiction of the intricate castle complex
জটিল দুর্গ চত্বরের রেখাচিত্র
Photo of the family crest of Ikeda Terumasa
ইকেদা তেরুমাসার পারিবারিক প্রতীক [৬]

হিমেজি নগরের কেন্দ্রে ৪৫.৬ মি (১৫০ ফু) উঁচু হিমেয়ামা পাহাড়ের চূড়ায় হিমেজি দুর্গ চত্বরের অবস্থান।[২] গুদামঘর, ভাঁড়ার, তোরণ, মিনার (, য়াগুরা) ইত্যাদি মিলিয়ে চত্বরে মোট ৮৩টি স্থাপত্য নিদর্শন আছে।[৬] এই ৮৩টি স্থাপত্যের মধ্যে ৭৪টি কে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদের মর্যাদা দেওয়া হয়েছে। এগুলি হল: ১১টি দালান, ১৬টি মিনার, ১৫টি তোরণ ও ৩২টি মাটির দেওয়াল।[১০] দুর্গ চত্বরের উচ্চতম দেওয়ালগুলির উচ্চতা ২৬ মি (৮৫ ফু)।[৬] দুর্গের পাশেই রয়েছে কোকো-এন্‌ (好古園, কোকোওএন্‌) নামক একটি জাপানি উদ্যান। এটি ১৯৯২ খ্রিঃ হিমেজি নগরের শতবর্ষপূর্তি উপলক্ষে নির্মিত হয়েছিল।[১৬]

পূর্ব থেকে পশ্চিমে হিমেজি দুর্গ চত্বরের বিস্তার ৯৫০ থেকে ১,৬০০ মি (৩,১২০ থেকে ৫,২৫০ ফু) এবং উত্তর থেকে দক্ষিণে এর দৈর্ঘ্য ৯০০ থেকে ১,৭০০ মি (৩,০০০ থেকে ৫,৬০০ ফু)।[৬] চত্বরের পরিধি ৪,২০০ মি (২.৬ মা)।[৬] এর ক্ষেত্রফল ২৩৩ হেক্টর (২৩,৩০,০০০ মি বা ৫৭৬ একর), অর্থাৎ তোকিও গম্বুজের প্রায় ৫০ গুণ এবং কোশিএন্‌ ক্রীড়াঙ্গনের প্রায় ৬০ গুণ।[৪][৬][৮]

Photo of gun racks inside the keep
কীপের ভিতরে অস্ত্র রাখার তাক

দুর্গের কেন্দ্রস্থ কীপ (天守閣, তেন্‌শুকাকু) টি ৪৬.৪ মি (১৫২ ফু) উঁচু ও সমুদ্রপৃষ্ঠ থেকে ৯২ মি (৩০২ ফু) উচ্চতায় এর অবস্থান।[২] এই কীপ ও আরও তিনটি ক্ষুদ্রতর মিনার (小天守, কোতেন্‌শু) একত্রে একটি মিনারচতুষ্টয় গঠন করে।[৬] বাইরে থেকে কীপটিকে পাঁচতলা মনে হয়, কারণ দ্বিতীয় ও তৃতীয় তলা দুটি উপর থেকে অভিন্ন দেখায়; কিন্তু প্রকৃতপক্ষে কীপে রয়েছে ছয়টি তলা ও একটি বেসমেন্ট।[৯] এই বেসমেন্টের ক্ষেত্রফল ৩৮৫ মি (৪,১৪০ ফু)। কীপের ভিতরে এমন কিছু স্বাচ্ছন্দ্যসূচক বন্দোবস্ত রয়েছে যেগুলি অন্যান্য দুর্গে দেখা যায় না, যেমন শৌচালয়, নর্দমা ও রান্নাঘর।[৬]

কীপের নিজস্ব দুটি স্তম্ভ আছে; একটি পূর্বে ও অপরটি পশ্চিমে।[৬] পূর্বের স্তম্ভটির গোড়ার ব্যাস ৯৭ সেমি (৩৮ ইঞ্চি) এবং প্রথমে এটি ছিল একটি একক ফার গাছ, কিন্তু বর্তমানে এর অধিকাংশ অংশই প্রতিস্থাপিত।[৬] পশ্চিমের স্তম্ভটির গোড়ার ব্যাস ৮৫ বাই ৯৫ সেমি (৩৩ বাই ৩৭ ইঞ্চি) এবং এটির উপাদান জাপানি সাইপ্রেস[৬] শোওয়া পুনর্গঠনের (১৯৫৬-১৯৬৪) সময় কিসো পর্বত থেকে ২৬.৪ মি (৮৭ ফু) দীর্ঘ একটি সাইপ্রেস গাছ কেটে এনে পুরোনো স্তম্ভটিকে প্রতিস্থাপন করা হয়।[৬] আনার সময় গাছটি ভেঙে যাওয়ার ফলে কাসাগাতা পর্বত থেকে আর একটি গাছ কেটে আনা হয় এবং তিনতলায় দুটি গাছ জুড়ে দেওয়া হয়।[৬]

কীপের প্রথম তলাটির ক্ষেত্রফল ৪৪০ মি (৪,৭০০ ফু) এবং এর ডাকনাম "হাজার মাদুরের ঘর", কারণ এটির মেঝেতে ৩৩০টি তাতামি মাদুর বিছানো আছে।[৬] এই তলার দেওয়ালে আছে গাদা বন্দুক ও বর্শা রাখার জন্য অস্ত্রের তাক (武具掛, বুগুকাকে)। এক সময়ে দুর্গে ২৮০টি বন্দুক ও ৯০টি বর্শা রক্ষিত ছিল।[৬][১৭] কীপের দ্বিতীয় তলার ক্ষেত্রফল কমবেশি ৫৫০ মি (৫,৯০০ ফু)।[৬]

তৃতীয় তলা ও চতুর্থ তলার ক্ষেত্রফল যথাক্রমে ৪৪০ মি (৪,৭০০ ফু) ও ২৪০ মি (২,৬০০ ফু)।[৬] এই দুটি তলাতেই উত্তর ও দক্ষিণমুখী জানালাগুলিতে সংলগ্ন আছে "পাথর-ছোঁড়ার চাতাল" (石打棚, ইশিউচিদানা)। এখান থেকে দুর্গরক্ষকরা আক্রমণকারীদের দিকে পাথর ইত্যাদি নিক্ষেপ করতে পারত।[৬] এছাড়াও রয়েছে ছোট ছোট ঘুপচি ঘর, যাদের নাম "যোদ্ধা লুকোনোর স্থান" (武者隠, মুশাকাকুশি), যেখানে দুর্গরক্ষকরা লুকিয়ে থেকে কীপে প্রবেশকারী শত্রুদের আচম্বিতে আক্রমণ করতে পারত।[৬] ষষ্ঠ তলা অর্থাৎ সবচেয়ে উপরতলার ক্ষেত্রফল মাত্র ১১৫ মি (১,২৪০ ফু)।[৬] এই তলার জানালাগুলিতে এখন লোহার শিক বসানো হয়েছে, কিন্তু সামন্ত যুগে তা ছিল না এবং তখন এখান থেকে অবাধে পরিপার্শ্বের বহুদূর অবধি নজরে রাখা যেত।[৬]

প্রতিরক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

Photo of defensive loopholes in one of the castle walls. Two of the loopholes are rectangle-shaped, one is triangle-shaped, and one is circle-shaped.
প্রতিরক্ষামূলক ফাঁক
Photo of two angled chutes or "stone drop windows" on a castle structure
"পাথর ছোঁড়ার জানালা"

সামন্ত যুগের সাপেক্ষে হিমেজি দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল উন্নত।[৮] বৃত্তাকার, ত্রিভুজাকার ও আয়তাকার শররন্ধ্র (狭間, সামা) দুর্গের সর্বত্র পাওয়া যায়, যেখান থেকে গাদা বন্দুক বা ধনুর্বাণের সাহায্যে দুর্গরক্ষকরা নিরাপদে আক্রমণকারীদের মোকাবিলা করতে পারত।[৯] বর্তমানে গোটা দুর্গ চত্বরে প্রায় ১০০০টি শররন্ধ্র দেখতে পাওয়া যায়।[৬] "পাথর-ছোঁড়ার জানলা" (石落窓, ইশি-ওতোশি-মাদো) নামক কৌণিক জানালাও দুর্গের বহু স্থানে তৈরি করা ছিল, যেখান থেকে নিচে রাস্তা দিয়ে যাওয়ার সময় আক্রমণকারীদের উপর গরম তেল বা পাথরের টুকরো নিক্ষেপ করা সম্ভব। পুনর্নির্মাণের সময় অগ্নিনিরোধক ব্যবস্থা হিসেবে দুর্গের দেওয়ালে সাদা প্লাস্টারের ব্যাপক ব্যবহার করা হয়।[২][১৮]

দুর্গ চত্বরের মোট পরিখার সংখ্যা ছিল তিন, কিন্তু বর্তমানে সবচেয়ে বাইরের পরিখাটি মাটিচাপা পড়ে গেছে।[৭] কেন্দ্রীয় পরিখা ও অভ্যন্তরীণ পরিখার অধিকাংশ অবশ্য টিকে আছে।[৭] পরিখাগুলির গড় প্রস্থ ২০ মি (৬৬ ফু), সর্বাধিক প্রস্থ ৩৪.৫ মি (১১৩ ফু) এবং গড় গভীরতা ২.৭ মি (৮.৯ ফু)।[১০] তিন দেশের পরিখা (三国濠, সাংগোকু-বোরি) হল ২,৫০০ মি (২৭,০০০ ফু) ক্ষেত্রফলবিশিষ্ট একটি পুকুর; অগ্নিকাণ্ডের সময় এর জল আগুন নেভানোর কাজে লাগানো হত।[৬]

দুর্গ চত্বর, বিশেষত "কোমর অঞ্চলে" (腰曲輪, কোশিকুরুওয়া) সম্ভাব্য অবরোধের সময় চাল, নুন ও জল মজুত রাখার জন্য বহুসংখ্যক গুদাম ঘর দেখতে পাওয়া যায়।[৬] লবণ মিনার (潮櫓, শিওইয়াগুরা) বলে পরিচিত একটি বাড়ি শুধু নুন সঞ্চয়ের জন্যই ব্যবহৃত হত এবং দুর্গ সক্রিয় থাকাকালীন এতে আনুমানিক ৩,০০০ বস্তা নুন রাখা সম্ভব ছিল।[৬] অভ্যন্তরীণ পরিখার অভ্যন্তরস্থ অঞ্চলে ছিল ৩৩টি কুয়ো, যার মধ্যে ১৩টি এখনও আছে; গভীরতম কুয়োর গভীরতা ৩০ মি (৯৮ ফু)।[৬]

Photo of the large "Diamond Gate"
"হীরক তোরণ", দুর্গের বর্তমান ২১টি তোরণের প্রথমটি।[৬]

দুর্গের অভ্যন্তরস্থ গলিঘুঁজির গোলকধাঁধা হল এর প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।[৯] তোরণ, প্রাকারবেষ্টিত চাতাল ও বাইরের সমস্ত দেওয়াল সমেত সমগ্র দুর্গ চত্বরটি শত্রুকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এমনভাবে বিন্যস্ত ছিল যাতে কীপের দিকে এগোতে গেলে তাদের একটি সর্পিলাকার পথ ধরে চলতে হয়।[৯] প্রাথমিকভাবে দুর্গ চত্বরে ৮৪টি তোরণ ছিল, যাদের মধ্যে ১৫টির নাম ছিল জাপানি বর্ণমালা অনুসারে (, রো, হা, নি, হো, হে, তো ইত্যাদি)।[৬] বর্তমানে ২১টি তোরণ অক্ষত আছে, এদের মধ্যে ১৩টির নাম বর্ণমালা অনুসারী।[৬]

কোনও কোনও ক্ষেত্রে দুর্গের রাস্তাগুলি এক একটি বদ্ধ 'লুপ' পর্যন্ত তৈরি করে, ফলে দুর্গে চলাফেরা ভীষণ কঠিন হয়ে যায়।[১৮] যেমন, হীরক তোরণ (菱門, হিশিমোন্‌) থেকে কীপ (天守閣, তেন্‌শুকাকু)-র সরলরৈখিক দূরত্ব মাত্র ১৩০ মি (৪৩০ ফু), কিন্তু যাওয়ার রাস্তাটির আসল দৈর্ঘ্য ৩২৫ মি (১,০৬৬ ফু)।[৬] রাস্তাগুলি সংকীর্ণ ও খাড়াই হওয়ার ফলেও চলাচলে বাধার সৃষ্টি হয়।[৬] এই ব্যবস্থা আক্রমণকারীদের দীর্ঘ যাত্রাপথে তাদের উপর গুলি, তীর, পাথর ইত্যাদি বর্ষণের সুবিধা করে দেয়। হিমেজি দুর্গ কখনও এভাবে আক্রান্ত হয়নি বলে ব্যবস্থাটির উপযোগিতা যাচাই করা যায়নি।[৮][৯] কিন্তু বর্তমানে স্পষ্ট পথনির্দেশ দেওয়া সত্ত্বেও অনেক দর্শনার্থী দুর্গ চত্বরে ঘোরাফেরা করার সময়ে অসুবিধায় পড়ে যান।[২]

সাংস্কৃতিক প্রভাব[সম্পাদনা]

হিমেজি দুর্গের ধবধবে সাদা রঙ এবং দুর্গের গঠনের সাথে উড্ডয়নোন্মুখ পাখির কথিত সাদৃশ্যের জন্য একে হাকুরো-জো (সাদা ইগ্রেট দুর্গ) এবং শিরাসাগি-জো (সাদা সারস দুর্গ)-ও বলা হয়।[৭][৯] বিদেশী ও জাপানি চলচ্চিত্রে দুর্গটিকে বহুবার দেখানো হয়েছে। এই সমস্ত উদাহরণের মধ্যে আছে জেম্‌স বণ্ড ধারাবাহিকের চলচ্চিত্র ইউ ওনলি লিভ টোয়াইস (১৯৬৭) এবং আকিরা কুরোসাওয়ার কাগেমুশা (১৯৮০) ও রান (১৯৮৫)।[১২] শোগুন ধারাবাহিকে (১৯৮০) সামন্তযুগীয় ওসাকা দুর্গের প্রতিনিধিত্ব করেছে হিমেজি দুর্গ, কারণ ওসাকা দুর্গের পার্শ্ববর্তী দুর্গপ্রাকার সমূহ বর্তমানে নষ্ট হয়ে গেছে।[১৫]

লোককথা ও কিংবদন্তি[সম্পাদনা]

Photo of Okiku's Well
ওকিকুর কুয়ো

স্থানীয় একাধিক লোককথার অংশ হয়ে গেছে হিমেজি দুর্গ।[৬] বিখ্যাত কাইদান (জাপানি ভূতের গল্প) বান্‌চো-সারায়াশিকি (番町皿屋敷, "বাঞ্চো-র থালা প্রাসাদ")-তে এদো (তোকিও) নগরের কথা বলা হলেও এর অপর একটি সংস্করণ বান্‌শু সারায়াশিকি (播州皿屋敷, "হারিমা প্রদেশের থালা প্রাসাদ")-এ হিমেজি দুর্গের কথা বলা হয়। একটি বিতর্কিত মত অনুযায়ী দুর্গটি গোটা গল্পেরই ঘটনাস্থল, এবং কিংবদন্তির উৎস ওকিকুর কুয়ো আজ অবধি দুর্গ চত্বরের মধ্যেই আছে।[৫] কিংবদন্তি অনুযায়ী ওকিকুর বিরুদ্ধে মূল্যবান পারিবারিক সম্পদ কয়েকটি থালা ভেঙে ফেলার মিথ্যা অভিযোগ আনা হয় এবং তাকে হত্যা করে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়।[৬] তার প্রেতাত্মাকে ঐ কুয়োর মধ্যে প্রতি রাত্রে হতাশভাবে থালা গুনতে শোনা যায়।[৬]

"বুড়ি বিধবার পাথর" (姥が石, উবাগাইশি) লোককথাটিও হিমেজি দুর্গের সাথে জড়িত।[৬] এই গল্প অনুযায়ী তোয়োতোমি হিদেয়োশি দুর্গ নির্মাণের সময় পাথর শেষ হয়ে যায় এবং এক বুড়ি বিধবার কানে এই খবর পৌঁছায়। বিধবা হিদেয়োশিকে তার জাঁতির পাথরটি অসুবিধা স্বীকার করেও দান করেন।[৬] এই ঘটনায় অনুপ্রেরণা পেয়ে অন্যান্য বহু মানুষও তাদের প্রয়োজনের অনেকগুলি পাথর দান করে এবং দুর্গের নির্মাণকাজ অব্যাহত থাকে। আজও দুর্গের কেন্দ্রে একটি দেওয়ালে এই বিশেষ পাথরটি তারের জালে ঢাকা অবস্থায় চিহ্নিত করে রাখা আছে।[৬]

আর একটি গল্পে ইকেদা তেরুমাসার প্রধান ছুতোর গেন্‌বেই সাকুরাইয়ের কথা পাওয়া যায়, যিনি দুর্গের কীপের নির্মাণে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।[৬] এই গল্প অনুযায়ী গেন্‌বেই সাকুরাই নিজের কাজে অসন্তুষ্ট ছিলেন; তার মনে হচ্ছিল কীপটি দক্ষিণ-পূর্ব দিকে সামান্য হেলে আছে। অন্যমনস্ক হয়ে তিনি খোদাই করার একটি যন্ত্র মুখে করে কীপের ছাদে উঠে যান এবং সেখান থেকে ভুলক্রমে মৃত্যুমুখে পতিত হন।[৬]

গ্যালারি[সম্পাদনা]

প্যানোরামিক দৃশ্য

Panoramic photo of the castle grounds, with Himeji city in the background
দুর্গ চত্বরের প্যানোরামিক চিত্র; পশ্চাৎপটে হিমেজি নগর

দূর থেকে দৃষ্ট

নীচ থেকে দৃষ্ট

রাতে দৃষ্ট

উপর থেকে দৃষ্ট

ভিতর থেকে দৃষ্ট

আরও দেখুন[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হিমেজি দুর্গ ও তার পরিপার্শ্ব"। Sansen-ya। সংগ্রহের তারিখ জুলাই ৬, ২০১০ 
  2. "বাস্তবানুগ সফর - হিমেজি দুর্গ"। এপ্রিল ৫, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১০ 
  3. "এপ্রিলে আরম্ভ হিমেজি দুর্গের সংস্কার"। অফিশিয়াল টুরিজ্‌ম গাইড ফর জাপান ট্রাভেল। ২৪ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১০ 
  4. "৪০০ বছর বয়স্ক পাহাড়চূড়ার সারস" (জাপানি ভাষায়)। দৈনিক য়োমিউরি। মার্চ ২, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  5. Jacqueline A., Ball (২০০৫)। Himeji Castle: Japan's Samurai Past (ইংরেজি ভাষায়)। New York: Bearport Publishing। পৃষ্ঠা 32। আইএসবিএন 1-59716-001-6 
  6. ড় ঢ় য় কক কখ কগ কঘ কঙ কচ কছ কজ কঝ কঞ কট কঠ কড কঢ কণ কত কথ কদ কধ কন কপ কফ কব কভ কম "জাতীয় সম্পদ হিমেজি দুর্গ গাইড বই" (পিডিএফ)। হিমেজি রোজিও লায়ন্স ক্লাব। ২০০০। ১০ জুলাই ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১০ 
  7. Bornoff, Nicholas (২০০০)। দ্য ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার: জাপান। ওয়াশিংটন: ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। পৃষ্ঠা 256–257। আইএসবিএন 0-7894-5545-5 
  8. "হিমেজি-জো"ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১০ 
  9. আইউইটনেস ট্রাভেল গাইড্‌স: জাপান। নিউ ইয়র্ক: ডোর্লিং কিণ্ডার্সলি প্রকাশন। ২০০০। পৃষ্ঠা 200–203। আইএসবিএন 0-7894-5545-5 
  10. "হিমেজি দুর্গ"। জাপান অ্যাটলাস। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  11. "হিমেজি-ইচি" 国宝一覧 (জাপানি ভাষায়)। হিমেজি। সেপ্টেম্বর ২৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৫, ২০১০ 
  12. "জাপানের তিনটি বিখ্যাত দুর্গ" (ইংরেজি ভাষায়)। কোবায়াশি ভ্রমণ পরিষেবা। ৩০ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১০ 
  13. "সিরো সাপ্তাহিক চিত্র"। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৫ 
  14. ও'গ্রেডি, ড্যানিয়েল। "জাপানি দুর্গ পর্যবেক্ষক - হিমেজি দুর্গ"। জাপানি দুর্গ পর্যবেক্ষক। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১০ 
  15. লো, স্যাম (মে ১১, ২০১০)। "একটি জাপানি সম্পদের পুনর্নির্মাণ" (ইংরেজি ভাষায়)। বেস্ট ওয়েস্টার্ন'স্‌ ট্রাভেল ব্লগ। মে ২৪, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১০ 
  16. "কোকো-এন্‌ উদ্যান, হিমেজি নগরের ধ্রুপদী জাপানি উদ্যান" (ইংরেজি ভাষায়)। EOK। অক্টোবর ১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১০ 
  17. "হপ্লোলজি"। Guillaume Morel। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১০ 
  18. টার্নবুল, স্টিফেন (২০০৩)। জাপানি দুর্গ ১৫৪০-১৬৪০ (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড: অসপ্রে প্রকাশন। পৃষ্ঠা 64। আইএসবিএন 978-1-84176-429-0 

বহিঃসংযোগ[সম্পাদনা]

ভিডিও