আলাপ:রাজা সেজোং

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি [[আলাপ:{{{1}}}]] থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: হীরক রাজা ❯❯❯ আলাপ ০২:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

রচনাশৈলী
  1. বাক্যগঠন বেশ খাপছাড়া হয়ে গেছে কয়েক জায়গায়। বাংলা বাক্যের গঠন ইংরেজির মতো হয়ে গেছে অনেকটা যা বেশ দৃষ্টিকটু। এগুলো সংশোধন করুন।
  2. বানান পুনর্নিরীক্ষণ করুন। উদাহরণস্বরূপ: মুক্তমণা>মুক্তমনা এরকম ভুল রয়েছে
  3. বন্ধনী চিহ্নের পরে আগে নিয়মমতো ফাঁকা রাখুন।

পর্যালোচনার অগ্রগতি[সম্পাদনা]

প্রিয় Aishik Rehman
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১২:৫৬, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]