আলাপ:জানে তু... ইয়া জানে না

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প চলচ্চিত্র
এই নিবন্ধটি উইকিপ্রকল্প চলচ্চিত্রের অংশ, যা উইকিপিডিয়ায় চলচ্চিত্র সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

আমি ব্যক্তিগতভাবে এভাবে নিবন্ধ শুরু করার পক্ষপাতি নই। প্রথমত আপনরর খেয়াল রাখতে হবে আপনি নিবন্ধে যে লিংকগুলো দেবেন সেগুলো নিয়ে আপনাকে নিবন্ধ লিখতে হবে। খুব একটা উল্লেখযোগ্য নন এমন কারও নামে লিংক দেয়া উচিত নয়। নিবন্ধ শুরু করা উচিত একটি সহজ সরল বাংলা ভূমিকা দিয়ে। তারপর কিছু কাহিনী বা চির্রতের নাম, বহিঃসংযোগ ইত্যাদি যোগ করতে পারেন। সব শেষে আসে তথ্যছকের কথা। কারণ নিবন্ধ বড় না হলে তথ্যছকটা দেখতে খুব খারাপ লাগে। আর সব সিনেমার নিবন্ধ তথ্যছক থাকার প্রয়োজনও নেই। ইংরেজি উইকিতে তো আছেই, সেখানের লিংকও তো এখানে দেয়া আছে। আমি এগুলো মেনে নতুন নিবন্ধ তৈরী করি। -- মুহাম্মদ ০৯:৪০, ৩০ জুলাই ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

আর সব সিনেমার নিবন্ধ তথ্যছক থাকার প্রয়োজনও নেই। ইংরেজি উইকিতে তো আছেই, সেখানের লিংকও তো এখানে দেয়া আছে। এ কথার মানে কি? ইংরেজি উইকিতে দেওয়া আছে বলে বাংলায় কেন দেওয়া যাবে না সেটা বুঝতে পারছি না। বাংলা উইকি সব সময় ইংরেজি উইকির মুখাপেক্ষি হয়ে থাকবে? সে কি লিজের পায়ে দাড়াবে না? জার্মান উইক কি ইংরেজি উইকিতে তো আছেই, তাই দিতে হবে না, সব জার্মান ভাষী ইংরেজি উইকিতে দেখে নেবে এই ভেবে নিজেকে বিরত রাখে? একটু ব্যাক্ষা করলে ভা হয়। জয়ন্ত নাথ ১০:৩১, ৩০ জুলাই ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমি কেবল আমার ব্যক্তিগত অভিমত জানিয়েছি। আমার তৈরী করা অনেকগুলো সিনেমার নিবন্ধেই দেখবেন তথ্যছক ব্যবহার করিনি। কারণ সেই সিনেমাগুলো নিয়ে আমি খুব বেশি লিখতে পারিনি। যদি তথ্যছক দিয়ে সুন্দর করে লিখতে পারেন তাহলে অবশ্যই তথ্যছক ব্যবহার করা শ্রেয়। আপনি আপনার মত করে চালিয়ে যান। কেবল লাল লিংকগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। লাল লিংক যত কম হয় ততই ভাল। -- মুহাম্মদ ১৩:৪৬, ৩০ জুলাই ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

বানান[সম্পাদনা]

এই নিবন্ধে অনেক সাধারণ বানান ভুল চোখে পড়ল। সাধারণ ভুলি। তবে সেগুলি ঠিক করে নেওয়া উচিৎ। --অর্ণব দত্ত ১০:০৮, ২৭ নভেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]