আলাপ:বৈষ্ণব সম্প্রদায়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:বৈষ্ণবধর্ম থেকে পুনর্নির্দেশিত)
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

বৈষ্ণব সম্প্রদায়[সম্পাদনা]

বৈষ্ণব কোনো ধর্ম নয়। এটি হিন্দুধর্মের একটি সম্প্রদায়। অতএব, বৈষ্ণবধর্ম/বৈষ্ণব ধর্ম ব্যবহারের পরিবর্তে বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব মত, বৈষ্ণব দর্শন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। -- রবিন সাহা ১২:৩৩, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রস্তাবনায়  সমর্থন জানাচ্ছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৪:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

“আপনি জানেন কি....” -হতে অপসারণ[সম্পাদনা]

বৈষ্ণবধর্ম নামের একটি পাতা, যা বর্তমানে বৈষ্ণব সম্প্রদায় নামে স্থানান্তর হয়েছে, সেখানে একটি পক্ষপাতমূলক বিষয় চোখে পড়ল। --“আপনি জানেন কি... বৈষ্ণবধর্ম মতে হিন্দু দেবতা শিব, বিষ্ণুর এক অনুগত ভক্ত এবং নিজেও একজন বৈষ্ণব?” উক্ত বাক্যটিতে শিবকে বৈষ্ণব বলা হয়েছে। আবার শৈবদের নিকট বিষ্ণু একজন শৈব। পৌরাণিকদের মাঝে এ নিয়ে মতভেদ আছে, অনেকে দুই দেবকে এক মনে করেন। এরূপ মত পার্থক্য থাকায়, আপনি জানেন কি.. অংশ হতে লাইনটি অপসারণ করা হয়েছে। --রবিন সাহা ১২:৪৪, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Robin shaha আপনি ২০০৯ সালে উইকিতে থাকলে ভাল হতো। তখন হয়তো এটার মনোনায়ন নিয়ে আলোচনায় এবিষয়ে যুক্তি দেখাতে পারতেন। তবে যিনি নিবন্ধ লিখেছেন, সম্প্রসারণ করেছেন, তিনি হিন্দুধর্ম সম্পর্কে উইকিতে অনেক ভাল নিবন্ধ যোগ করা ঋদ্ধ সম্পাদক। সুতরাং জেনে বুঝে দিয়েছেন অবশ্যই। নিবন্ধে দেখলাম একমাত্র স্বামীনারায়ণ এই মতের বিরোধী। এছাড়া তবে উল্লেখ্য, স্বামীনারায়ণের মতবাদ বৈষ্ণবদের একটি সংখ্যালঘু অংশের মত। মতভেদের ব্যাপারটা নিবন্ধে উল্লেখ থাকায় পাঠকরা আসল তথ্য পাচ্ছেন। যদিও আমি ধরে নিয়েছিলাম, মতপার্থ্যক্যের বিষয়টি হয়তো নিবন্ধে উল্লেখ নাই। ভাল কথা, উইকিতে একবার কোন তথ্য আজাকিতে আসলে, তার জন্য সংযুক্ত টেমপ্লেট বাদ দেয়ার রীতি বা নিয়ম নেই। সুতরাং অনুগ্রহ করে, আজাকি টেমপ্লেট লুকাবেন না।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৭:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
খুব সম্ভবত, আমি আজাকির বাতিলের জন্য @আফতাবুজ্জামান-এর স্মরণাপন্ন হয়েছিলাম। তিনি বিষয়টি পর্যালোচনা করেই টেমপ্লেটটি অপসারণ করেছিলেন বলে আমি মনে করি। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৬:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
বিশেষ দ্রষ্টব্য: আজাকির বাক্যটিতে কোনো ভুল নেই। সেখানে বৈষ্ণবমত অনুযায়ীই শিবকে বৈষ্ণব বলা হয়েছে, শৈব বা অন্যান্য মতানুযায়ী উল্লেখ করেনি।
কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, যেহেতু এটি একটি বিতর্কিত বিষয় (বৈষ্ণব শিব vs শৈব বিষ্ণু), সেহেতু বাক্যটি আজাকির মতো একটি স্থানে থাকা কতটা যৌক্তিক হবে। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৮:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]