পালক (অবন্তী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পালক
অবন্তীর রাজা
পূর্বসূরিপ্রদ্যোত
উত্তরসূরিআর্য্যক
পিতাপ্রদ্যোত

পালক (সংস্কৃত: पालक) প্রদ্যোত রাজবংশের দ্বিতীয় রাজা হিসেবে অবন্তী শাসন করেন।

সংক্ষিপ্ত পরিচয়[সম্পাদনা]

অবন্তী রাজ্যের রাজা প্রদ্যোতের পর তাঁর পুত্র পালক সিংহাসনে আরোহণ করেন। কথাসরিৎসাগর অনুসারে, পালকের রাজত্বকালে বৎস রাজ্য অবন্তীর অন্তর্ভুক্ত হয় এবং প্রদ্যোত রাজবংশের রাজপুরুষেরা কৌশাম্বী নগরীতে অবন্তীর রাজপ্রতিনিধি হিসেবে শাসনকার্য্য পরিচালনা করতেন। মৃচ্ছকটিক গ্রন্থে পালককে একজন স্বৈরাচারী শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে, যাকে জনগণের বিদ্রোহের ফলে সিংহাসনচ্যুত হতে হয়।[১]:১৯২-১৯৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Raychaudhuri, H.C. (1972) Political History of Ancient India, Calcutta: University of Calcutta
পালক (অবন্তী)
পূর্বসূরী
প্রদ্যোত
অবন্তীর রাজা উত্তরসূরী
আর্য্যক