আবদুর রহমান বয়াতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুর রহমান বয়াতী
আবদুর রহমান বয়াতী
জন্ম১৯৩৯
মৃত্যু১৯ আগস্ট, ২০১৩
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
পরিচিতির কারণলোকসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক
পুরস্কারএকুশে পদক (২০১৫)

আব্দুর রহমান বয়াতী (জন্ম: ১৯৩৯ - মৃত্যু: ১৯ আগস্ট, ২০১৩) ছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী।[১] তিনি একাধারে অসংখ্য জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক৷ শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদক লাভ করেছেন। [২]

জন্ম[সম্পাদনা]

১৯৩৯ সালে ব্রিটিশ ভারতের ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুর রহমান বয়াতী।[১]

সঙ্গীত জীবন[সম্পাদনা]

তিনি ১৯৮২ সালে ‘আবদুর রহমান বয়াতি’ নামে বাউল দল গড়ে তোলেন। তিনি দোতারা, হারমোনিয়াম, খঞ্জনি ও ভায়োলিন বাজাতে পারতেন। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৪২টি দেশ বাউল গান পরিবেশন করেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গান গেয়েছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশেষ গ্রেডের শিল্পী ছিলেন।[৩]

বিখ্যাত গান[সম্পাদনা]

এ পর্যন্ত তার প্রায় পাঁচশ একক গানের অ্যালবাম বের হয়েছে।[৪] পাশাপাশি তিনটি মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে[১] -

  • ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে’
  • ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণে ধৈর্য মানে না’
  • ‘আমার মাটির ঘরে ইঁদুর ঢুকেছে’
  • ‘মরণেরই কথা কেন স্মরণ কর না’
  • ‘মা আমেনার কোলে ফুটল ফুল’
  • ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা

চলচ্চিত্রে অভিনয়[সম্পাদনা]

১৯৮৯ সালে হাফিজুদ্দিন পরিচালিত ‘অসতী’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।[৩]

মৃত্যু[সম্পাদনা]

১৯ আগস্ট ২০১৩ সালে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১][৫]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

২০১৫ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আব্দুর রহমান বয়াতীর জীবনাবসান"। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩ 
  2. "মোবাইল কোম্পানির কাছে রহমান বয়াতির পাওনা"। বাংলা ট্রিবিউন। ৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "শিল্পী আবদুর রহমান বয়াতির তৃতীয় মৃত্যুবার্ষিকী"। ২০১৬-০৮-২০। ২০২০-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৯ 
  4. "চিরতরে থেমে গেছে আব্দুর রহমান বয়াতীর দেহঘড়ি"। ২০১৩-০৮-২০। ২০২০-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৯ 
  5. "চলে গেলেন আবদুর রহমান বয়াতি"। ২২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]