পৃথিবীর বই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বুক অফ দ্য আর্থ থেকে পুনর্নির্দেশিত)
বইয়ের এ অংশ থেকে নেওয়া একটি দৃশ্য (কবর কক্ষ কেভি৯)

পৃথিবীর বই (আকের বই এবং সৌর ডিস্কের সৃষ্টি হিসেবেও পরিচিত) হল নতুন রাজ্য এবং পরের রাজবংশের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় অন্ত্যোষ্টিক্রিয়ার গ্রন্থ[১] এই অন্ত্যোষ্টিক্রিয়া গ্রন্থটির নাম রেখে ছিল প্রাচীন মিশরীয় লোকেরা। বিভিন্ন গবেষকের মাধ্যমে এটি অনেক নামে পরিচিত হয়েছে। হার্টওয়েক আল্টেনম্যালার একে "বুক ডেজ আকার" (আকারের বই), পিয়নকাফ একে "La creation du disque solaire" (সূর্য গোলকের সৃষ্টি), এরিক হোরনিং একে "Buch von der Erde" (পৃথিবীর বই) বলে পরিচয় দিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hornung (1999) p.95

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • Roberson, Joshua (২০০৭)। The Book of the Earth: A Study of Ancient Egyptian Symbol-Systems and the Evolution of New Kingdom Cosmographic Models। PhD dissertation, University of Pennsylvania। UMI। 
  • Hornung, Erik (১৯৯৯)। The Ancient Egyptian Books of the Afterlife (German ভাষায়)। David Lorton (translator)। Cornell University Press। 
  • Piankoff, Alexandre (১৯৫৩)। La création du disque solaire (French ভাষায়)। IFAO। 

বহিঃসংযোগ[সম্পাদনা]