ব্যবহারকারী:Mokremul/নতুন নিবন্ধ শুরুকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইজচর ইউনিয়ন[সম্পাদনা]

মাইজচর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর উপজেলার অর্ন্তরগত একটি ইউনিয়ন ।

মাইজচর ইউনিয়ন
Maijchar union
স্থানাঙ্ক: ২৪°১৩′ উত্তর ৯০°৫৭.৫′ পূর্ব / ২৪.২১৭° উত্তর ৯০.৯৫৮৩° পূর্ব / 24.217; 90.9583
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাবাজিতপুর উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটমাইজচর

মাইজচর ইউনিয়ন

ইউনিয়ন পরিচিতি

এক নজরে মাইজচর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর (ইংরেজি: Maijchar) ইউনিয়ন একটি অন্যতম ইউনিয়ন। কালের স্বাক্ষী বহনকারী মেঘনা ও ঘোড়াউত্রা নদী তীরে গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মাইজচর ইউনিয়ন। উপনিবেশ আমলে এই ইউনিয়নের উপর দিয়ে বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত। কাল পরিক্রমায় আজ মাইজচর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম– ৯ নং মাইজচর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ২২ব বর্গ কিঃমিঃ(প্রায়)

গ) লোকসংখ্যা– ১৬,৬১৯ জন।

গ) ভোটার সংখ্যা- ১০,০৫৮ জন। (পুরুষ ৫০৯৬ ও মহিলা ৪৯৬২ জন)

ঘ) গ্রামের সংখ্যা– ১০টি।

ঙ) মৌজার সংখ্যা– ০৬টি।

চ) হাট/বাজার সংখ্যা-০১টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা ও নৌকা।

জ) শিক্ষারহার– ২২%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,

মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি, (নির্মানাধীন)

মাদ্রাসা- ০২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোঃ মহসিন মিয়া

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।

ঠ) ইউনিয়ন পরিষদ জনবল–

১) নির্বাচিত পরিষদ সদস্য– ১২জন।২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।৩) ইউনিয়ন গ্রামপুলিশ– ৮জন ।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

বর্তমানে মাইজচরে কিছু স্থানকে দর্শনীয় স্থানকে হিসাবে বিবেচনা করা যায়।



বিস্তীর্ণ হাওড়ঃ মাইজচর একটি হাওড় অধ্যুষিত এলাকা। বর্ষাকালে চারিদিকে পানি থৈ থৈ করে। অনেক বাহারী নৌকা হাওড় জুড়ে চলাচল করে। নৌকা ভ্রমন করে এমন অপরুপ দৃশ্য অবলোকন করা যায়।


মাইজচর মধ্যপাড়া জামে মসজিদঃ মাইজচর মধ্যপাড়া জামে মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ । এই মসজিদের করুকার্যগুলো অত্যন্ত সৌন্দর্য্য পূর্ন।


বাহেরবালী মডেল উচ্চ বিদ্যালয়ঃ মাইজচর ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এই বাহেরবালী মডেল উচ্চ বিদ্যালয় । বিস্তীর্ণ হাওয়ের মাঝে মাথা উচুঁ দাড়িয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। আধুনিক স্থাপত্য কলার সুরম্য ভবন ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই বাহেরবালী মডেল উচ্চবিদ্যালয়।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:বাংলাদেশের উপজেলা

বাজিতপুর