'জিগ্স-মেদ-র্গ্যাল-বা'ই-ম্যু-গু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'জিগ্স-মেদ-র্গ্যাল-বা'ই-ম্যু-গু (ওয়াইলি: 'jigs med rgyal ba'i myu gu) (১৭৬৫-১৮৪২) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

জন্ম[সম্পাদনা]

'জিগ্স-মেদ-র্গ্যাল-বা'ই-ম্যু-গু ১৭৬৫ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের র্দ্জা-ছু-খা (ওয়াইলি: rdza chu kha) নামক স্থানে দ্গে-র্ত্সে (ওয়াইলি: dge rtse) পরিবারগোষ্টীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ও-র্গ্যান-ব্ক্রা-শিস (ওয়াইলি: o rgyan bkra shis) এবং মাতার নাম ছিল ব্ক্রা-শিস-স্ক্যিদ (ওয়াইলি: bkra shis skyid)। জন্মের পর তার নাম রাখা হয় পে-মা-কুন-ব্জাং (ওয়াইলি: pe ma kun bzang)[১]

শিক্ষা ও সাধনা[সম্পাদনা]

কৈশোরে ত্শে-দ্বাং-রিগ-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: tshe dbang rig 'dzin rgya mtsho) নামক এক বৌদ্ধ অবতারী লামা পে-মা-কুন-ব্জাংকে শিক্ষাপ্রদান করেন। কিন্তু এই সময় তার বেশ কয়েকজন ভাই ও পিতা মৃত্যুবরণ করলে তিনি নিজের পরিবারের দেখাশোনা করার জন্য ব্যবসায় মন দেন। আঠারো বছর বয়সে তার বড়ো ভাইয়ের মৃত্যু হলে পরিবারের সমস্ত দায়িত্ব তার ওপর বর্তায়। কিন্তু তার মাতা এই সময় তাকে সাংসারিক কাজকর্ম থেকে মুক্তি দিয়ে ধর্মশিক্ষার উদ্দেশ্যে গোপণে তাকে পাঠিয়ে দেন। তিনি ব্সাম-য়াস বৌদ্ধবিহারে 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের (ওয়াইলি: jigs med 'phrin las 'od zer) নামক এক বৌদ্ধ ভিক্ষুর সাথে সাক্ষাৎ করেন এবং তার উপদেশে বিখ্যাত র্ন্যিং-মা পণ্ডিত 'জিগ্স-মেদ-গ্লিং-পার (ওয়াইলি: 'jigs med gling pa) সঙ্গে সাক্ষাৎ করে তার শিষ্যত্ব গ্রহণ করেন। 'জিগ্স-মেদ-গ্লিং-পা তার নতুন নাম রাখেন 'জিগ্স-মেদ-র্গ্যাল-বা'ই-ম্যু-গু এবং তাকে র্ন্যিং-মা দর্শন ও তন্ত্র সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। এরপর তিনি 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জেরের সহায়ক হয়ে তার সাথে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে সাধনায় মগ্ন হন। ১৭৯৯ খ্রিষ্টাব্দে তিনি 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জেরকে দো উপত্যকায় 'গ্রো-দোন-ল্হুন-গ্রুব (ওয়াইলি: 'gro don lhun grub) বিহার স্থাপন করতে সহায়তা করেন। এরপরের কুড়ি বছর তিনি খ্রা-মা (ওয়াইলি: khra ma) উপত্যকায় একটি গুহায় তিনি সাধনা করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Leschly, Jakob। "Jigme Gyelwai Nyugu"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৪ 

আরো পড়ুন[সম্পাদনা]

  • Tulku Thondup. Masters of Meditation and Miracles: The Longchen Nyingthig Lineage of Tibetan Buddhism. Boston: Shambhala, 1996.
  • Nyoshul Khenpo. A Marvelous Garland of Rare Gems. Richard Barron, trans. Junction City, California: Padma Publication, 2005.