ব্যবহারকারী আলাপ:Masum Aktar Khan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ভালো করে সম্পাদনা করবেন[সম্পাদনা]

@মাসুম আক্তার খান, উইকিপিডিয়া একটি মুক্ত জায়গা, এর মানে এই নয় যে এখানে ইচ্ছামত আপনি যা কিছু তাই লেখবেন, ভালো করে লেখুন, রেফারেন্স যোগ করুন। এখানে একটু চোখ বুলানপ্রতিভা মনির (আলাপ) ১২:০৯, ১২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়ায় স্বাগতম। আপনার অনুবাদ কার্যক্রম প্রশংসনীয়। যেহেতু তথ্যসূত্র বিহীন বিষয়বস্তু উইকিপিডিয়াতে গ্রহণযোগ্য নয়, তাই অন্য ভাষার উইকিপিডিয়া থেকে অনুবাদের পর তথ্যসূত্র যোগ করুন এবং তথ্যসূত্র যোগ করা থাকলে বা অন্য কেউ যোগ করলে তা অপসারণ করবেন না। আস্থা রাখুন এবং আপনার সম্পাদনা চালিয়ে যান। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ১০:০৩, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

সুধী, আমি সেই সাথে আরও একটি বিষয় যুক্ত করতে চাই, বাংলা উইকিপিডিয়াতে আমরা যান্ত্রিক অনুবাদ গ্রহণ করি না এ জন্য যে, যদি কিছু লিখি এবং সেটা পাঠকরা পড়তেই না পারেন তাহলে আমাদের লেখার সার্থকতা কোথায় বলুন? তাই অনুগ্রহ করে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ সরাসরি যুক্ত করবেন না। নিজের ভাষায় বাক্যগুলো অর্থপূর্ণভাবে গুছিয়ে অনুবাদ করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৫, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]