ব্যাঙ্ক অব ক্যালকাটা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যাঙ্ক অফ ক্যালকাটা থেকে পুনর্নির্দেশিত)
ব্যাংক অফ বেঙ্গল
প্রাক্তন নামব্যাঙ্ক অফ ক্যালকাটা
শিল্পব্যাংকিং, অর্থনৈতিক সেবা সমূহ
উত্তরসূরীইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রতিষ্ঠাকাল২ জুন ১৮০৬; ২১৭ বছর আগে (2 June 1806)
বিলুপ্তিকাল২৭ জানুয়ারি ১৯২১; ১০৩ বছর আগে (27 January 1921)
অবস্থাব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ সাথে মিশে গেছে
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
ব্রিটিশ ভারত
১৮৭৬ সালের ১৩ ই মে জারি করা ব্যাংক অফ বেঙ্গলের শেয়ার

ব্যাঙ্ক অফ ক্যালকাটা (বর্তমান ভারতীয় স্টেট ব্যাঙ্ক) ছিল ভারতের প্রথম ব্যাঙ্ক। প্রধানত টিপু সুলতানমারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে জেনারেল ওয়েলেসলিকে অর্থসাহায্যের জন্যই ১৮০৬ সালের ২ জুন এই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। ১৮০৯ সালের ২ জানুয়ারি এই ব্যাঙ্কের নাম পালটে রাখা হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল


ইতিহাস[সম্পাদনা]

১৮৮৬ সালে ব্যাঙ্ক অফ বেঙ্গল কর্তৃক চালু একটি এক্সচেঞ্জ বিল

রেঙ্গুন (১৮৬১), পাটনা (১৮৬২), মির্জাপুর (১৮৬২) ও বারাণসীতে (১৮৬২) এই ব্যাঙ্কের শাখা স্থাপিত হয়। ব্যাঙ্ক অফ বেঙ্গল সুপরিচিত হয়ে ওঠার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঢাকায় ব্যাঙ্কের শাখা স্থাপনে উদ্যোগী হন। এরপরই ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বেঙ্গল সংযুক্ত হয় ১৮৬২ সালে।[১] এরপর কানপুরেও ব্যাঙ্ক অফ বেঙ্গলের একটি শাখা স্থাপিত হয়।

ব্যাংকটি ঝুঁকিপূর্ণ ছিল এবং তিন মাসেরও বেশি সময় ধরে ঋণ দেবে না, যার ফলে স্থানীয় ব্যবসায়ীরা, ব্রিটিশ ও ভারতীয় উভয়ই বেসরকারী ব্যাংক চালু করেছিল, যার মধ্যে অনেকগুলি ব্যর্থ হয়েছিল। সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতা ছিল ইউনিয়ন ব্যাংক লিমিটেড (১৮২৯-১৮৪৮) যা ব্রিটিশ কোম্পানীর সাথে অংশীদারিত্বে দ্বারকানাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[২]

১৯২১ সালে ব্যাঙ্ক অফ বোম্বাইব্যাঙ্ক অফ মাদ্রাজ — এই দুখানি প্রেসিডেন্সি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বেঙ্গলের সঙ্গে মিশে যায় এবং ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়।[৩] স্বাধীন ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কিং সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৫৫ সালের ৩০ এপ্রিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অধিগ্রহণ করে নেয় এবং এই ব্যাঙ্কের নামকরণ করা হয় "স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া"।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Banker's Magazine, Vol. 22, p.565-6.
  2. Paul, Aniek (২০১৫-০৮-২২)। "The chequered history of Kolkata's banks"Livemint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৬ 
  3. "Bank of Calcutta, oldest bank of Asia never failed!"Get Bengal। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ 
Sources

আরও পড়ুন[সম্পাদনা]

  • The Evolution of the State Bank of India, Volume 1 — The Roots 1806-1876 by Amiya Kumar Bagchi [১]