স্টার স্পোর্টস ১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টার স্পোর্টস ১
নেটওয়ার্কস্টার টিভি
মালিকানাইএসপিএন স্টার স্পোর্টস
চিত্রের বিন্যাস720p (In HD)
ভাষাসাউথ এশিয়ান ইংরেজি
প্রচারের স্থানভারতশ্রীলঙ্কা
পূর্বতন নামস্টার স্পোর্টস ইন্ডিয়া
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
স্টার স্পোর্টস
স্টার স্পোর্টস ২
স্টার স্পোর্টস ৩
স্টার স্পোর্টস এএইচডি ১
স্টার স্পোর্টস এএইচডি ২
প্রাপ্তিস্থান
ডিশ টিভিচ্যানেল ৬৬২
Videocon d2hChannel 411
Hathway Digital CableChannel 152
Big TVChannel 504
SITI Digital NetworkChannel ???
Sun Direct TVChannel 502
Airtel Digital TVChannel 220
ক্যাবল
Asianet Digital TV(India)Channel 302

স্টার স্পোর্টস ১ একটি ক্রীড়া টেলিভিশন চ্যানেল যেটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক মালিকানাধীন। স্টার স্পোর্টস ভারত পুনরায় ব্র্যান্ডেড করে এবং ২০১৩ সালের ৫ নভেম্বর মধ্যরাত থেকে তাদের নতুন ব্রান্ড লোগো উন্মোচন করে। তাদের পুরনো ব্রান্ড পরিবর্তন করে নতুন ভাবে ব্রান্ড পরিবর্তন আনার পরে স্টার স্পোর্টস থেকে স্টার স্পোর্ট ১, স্টার ক্রিকেট থেকে স্টার স্পোর্টস ৩, ইএসপিএন থেকে স্টার স্পোর্ট ৪, স্টার ক্রিকেট এইচডি থেকে স্টার স্পোর্টস এইচডি এবং ইএসপএন এইচডি থেকে স্টার স্পোর্টস ২ এইচডি নামান্তর করা হয়। যদিও স্টার স্পোর্টস ৪ ও স্টার স্পোর্টস এইচডি ২ ছাড়া পুনরায় লেগো পরিবর্তন করা অপ্রাসঙ্গিক ছিল, সুতরাং অবশিষ্ট চারটি চ্যানেল ২৪ ঘণ্টা ক্রিকেট চ্যানেলে পরিণত হয়েছে।[১]

সম্প্রচার[সম্পাদনা]

নিম্নলিখিত অনুষ্ঠান স্টার স্পোর্টস ভারত দ্বারা সম্প্রচার করা হয়।[২]

ক্রিকেট
হকি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "STAR to re-brand its sports channels"। ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪ 
  2. "STAR Sports India Schedule"। ৩১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]