আলাপ:ক্যালিফোর্নিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা বিশ্বকোষে সবকিছু বাংলাতেই হওয়া প্রয়োজন। বিশেষ করে সংখ্যা, পর্বত শৃঙ্গের নাম ইত্যাদি। এ প্রবন্ধে যা দৃশ্যমান। রাফি বিন তোফা ০৩:৫৪, ২৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

সুপ্রিয় @মোহাম্মদ হাসানুর রশিদ: বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার মানোন্নয়নকৃত ক্যালিফোর্নিয়া নিবন্ধটি আমি পর্যালোচনা করছি। নিবন্ধটির অনেকাংশ বেশ সাবলিল ভাবে লেখা হলেও কিছুকিছু স্থানে যান্ত্রিকতার ছোঁয়া রয়েছে। তাই নিবন্ধটি সংশোধন করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক আপনি পুরো নিবন্ধটি আরেকবার পড়ে যেসব বাক্য আপনার কাছে "যান্ত্রিক" মনে হয়, তা সংশোধন করে আমাকে জানান। যথাযথভাবে সংশোধন করা হলে আমি নিবন্ধটি গ্রহণ করব। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ২০:২২, ৩১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: নিবন্ধ সংশোধন করা হয়েছে। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ২০:৩৩, ৬ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]