আলাপ:গ্রেগরীয় বর্ষপঞ্জী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পঞ্জি(?), পঞ্জী[সম্পাদনা]

বর্ষপঞ্জী, ঘটনাপঞ্জী শব্দগুলোর পঞ্জী অংশটি কি পঞ্জিকা-র পঞ্জি থেকে এসেছে? তাহলে পঞ্জী তে 'ঈ-কার' কেন?? আমি বাংলা একাডেমী অভিধানে বর্ষপঞ্জী খুগে পাইনি। তবে 'ক্যালেন্ডার' ভুক্তির অর্থ হিসাবে দেয়ালপঞ্জিকা দেয়া আছে। উল্লেখ্য অভিধানে 'পঞ্জি'-র উল্লেখ আছে পঞ্জিকার সমার্থক হিসাবে। আমার মনে হচ্ছে পঞ্জি-ই হবে। আপনাদের কি মতামত। রাজিবুল ১৯:১১, ১১ জুলাই ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অবিধানে পঞ্জি, পঞ্জী, পঞ্জিকা লেখা আছে। তাতে আমার মনে হয় পঞ্জী ঠিক আছে।--বেলায়েত ২০:০৩, ১১ জুলাই ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। আমি শুধু সংক্ষিপ্ত বাংলা অভিধান দেখেছিলাম। পরে Samsad Dictionary-তে দেখেছি।রাজিবুল ১৭:৪৬, ১২ জুলাই ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]