ধুম ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫৩′৪″ উত্তর ৯১°২৯′৫৬″ পূর্ব / ২২.৮৮৪৪৪° উত্তর ৯১.৪৯৮৮৯° পূর্ব / 22.88444; 91.49889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধুম
ইউনিয়ন
৪নং ধুম ইউনিয়ন পরিষদ
ধুম চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধুম
ধুম
ধুম বাংলাদেশ-এ অবস্থিত
ধুম
ধুম
বাংলাদেশে ধুম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪″ উত্তর ৯১°২৯′৫৬″ পূর্ব / ২২.৮৮৪৪৪° উত্তর ৯১.৪৯৮৮৯° পূর্ব / 22.88444; 91.49889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া
আয়তন
 • মোট২২.৬১ বর্গকিমি (৮.৭৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৬,৭৭০
 • জনঘনত্ব৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬০.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ধুম বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

ধুম ইউনিয়নের আয়তন ৫,৫৮৭ একর (২২.৬১ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধুম ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৭৭০ জন। এর মধ্যে পুরুষ ৭,৭০৬ জন এবং মহিলা ৯,০৬৪ জন। মোট পরিবার ৩,৪১৯টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মীরসরাই উপজেলার উত্তরাংশে ধুম ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ওসমানপুর ইউনিয়ন ও জোরারগঞ্জ ইউনিয়ন, পূর্বে বারৈয়ারহাট পৌরসভা; হিঙ্গুলী ইউনিয়ন, ফেনী নদীফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন; উত্তরে ফেনী নদীফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন এবং পশ্চিমে ফেনী নদী, ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

ধুম ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • উত্তর মোবারক ঘোনা
  • মধ্যম মোবারক ঘোনা
  • দক্ষিণ মোবারক ঘোনা
  • উত্তর নাহেরপুর
  • মধ্যম নাহেরপুর
  • দক্ষিণ নাহেরপুর
  • দক্ষিণ ধুম
  • মধ্যম ধুম
  • উত্তর ধুম

ইতিহাস[সম্পাদনা]

এই ইউনিয়ন পরিষদ ধুম গ্রামে অবস্থিত বলে ইউনিয়নের নামকরণ করা হয় ধুম ইউনিয়ন। কালের স্বাক্ষী বহনকারী মুহুরী নদীর তীরে গড়ে ওঠা চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ধুম ইউনিয়ন।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধুম ইউনিয়নের সাক্ষরতার হার ৬০.৪%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ[৩]
মাদ্রাসা[৪]
মাধ্যমিক বিদ্যালয়[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোলকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধুম আমানউল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যম নাহেরপুর এম হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহাজনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাস্টার রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ধুম ইউনিয়নের যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল জোরারগঞ্জ-ধুম সড়ক এবং হিঙ্গুলী-ধুম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া নদীপথেও ধুম ইউনিয়নে যোগাযোগ করা যায়। ফেনী নদী হয়ে ধুমঘাটে নেমে ধুম ইউনিয়ন।

অর্থনীতি[সম্পাদনা]

এখানে চারদিকে সবুজ ফসলী মাঠ এবং বড় বড় জমি আছে। এই স্থান কৃষি কাজ করার জন্য বেশ ভাল। এছাড়াও এখানে কয়েক শতাধিক মাছের প্রকল্প থাকার কারণে বছরে অনেক মুনাফা অর্জন করে এই ইউনিয়নের মানুষ।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

ধুম ইউনিয়নে ২৩টি মসজিদ[৬], ৬টি ঈদগাহ[৭] ও ৩টি মন্দির[৮] রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

ধুম ইউনিয়নের পশ্চিম, উত্তর ও পূর্ব পাশ ঘিরে বয়ে চলেছে ফেনী নদী

হাট-বাজার[সম্পাদনা]

ধুম ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বাংলাবাজার, মহাজন হাট, শান্তির হাট এবং গোলকেরহাট।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া।[৯]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  3. "কলেজ - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  4. "মাদ্রাসা - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  5. "উচ্চমাধ্যমিক বিদ্যালয় - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  6. "মসজিদ - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  7. "ঈদগাহ - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  8. "মন্দির - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  9. "জনাব আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর ভুইঁয়া - ধুম ইউনিয়ন - ধুম ইউনিয়ন"dhoomup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]